📝নিম গাছ📝
✒বনফুল
বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প লেখা সম্পর্কে একটি গল্প প্রচলিত। কখনো কখনো কোনো সাহিত্য পত্রিকা দপ্তরে তিনি পোস্টকার্ডে গল্প পাঠিয়েছেন! সংবাদটি যেকোনো ভাষার সাহিত্যের পাঠকের জন্য বিস্ময়কর, তাতে কোনো সন্দেহ নেই। বিস্ময়কর এই জন্য, একটি পোস্টকার্ডে লেখার জন্য কতটুকু জায়গা, তা আমাদের ভালোমতো জানা আছে। সেখানে একটি গল্প পাঠানো তো দূরকল্পনা, ছাপানোর জন্য একটি কবিতাও ঠিকঠাক পাঠানো যায় কিনা, সে সন্দেহ কিন্তু কোনোভাবে মুছে যায় না। বনফুল গল্প-উপন্যাস রচনার পাশাপাশি কবিতাও লিখতেন। পেশায় চিকিত্সক, সে চর্চায় তাঁর সুনাম ছিল। তাই পোস্টকার্ডে গল্প— এ সংবাদ সত্যি দূরকল্পনা, যারা তাঁর কাব্যচর্চা সম্পর্কে ওয়াকিবহাল, তারা কবিতা পাঠানোর কথা ভেবে নিতেও পারেন। কিন্তু সত্য এই, বনফুল পোস্টকার্ডে পত্রিকায় প্রকাশের জন্য গল্প পাঠিয়েছেন।
নারী জাতি মানবসমাজের অপরিহার্য অংশ, কিন্তু পুরুষশাসিত সমাজব্যবস্থায় নারীকে শুধু ব্যথা-বেদনার নির্মম অভিশাপ বহন করতে হয়। পুরুষের পক্ষপাতদুষ্টতার জন্য নারীসমাজ মুক্তির পথ দেখেনি; বরং নির্যাতনের শিকার হয়ে দুর্ভাগ্যকে মেনে নিয়েছে। অতীতের আঁধার এখন অনেকটা কেটে গেছে। এখন নবযুগের আলোকোজ্জ্বল প্রভাবে দিকে দিকে নারী প্রগতির জয়গান ঘোষিত হচ্ছে। নারীরা গলগ্রহ—এমন দিনের অবসান ঘটছে। এখন তার স্বকীয় পরিচয় স্পষ্ট হয়ে উঠছে।
আলোচক:-
বিশ্ব নাথ মাহাত
রাঁচি বিশ্ব বিদ্যালয়
✒বনফুল
বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প লেখা সম্পর্কে একটি গল্প প্রচলিত। কখনো কখনো কোনো সাহিত্য পত্রিকা দপ্তরে তিনি পোস্টকার্ডে গল্প পাঠিয়েছেন! সংবাদটি যেকোনো ভাষার সাহিত্যের পাঠকের জন্য বিস্ময়কর, তাতে কোনো সন্দেহ নেই। বিস্ময়কর এই জন্য, একটি পোস্টকার্ডে লেখার জন্য কতটুকু জায়গা, তা আমাদের ভালোমতো জানা আছে। সেখানে একটি গল্প পাঠানো তো দূরকল্পনা, ছাপানোর জন্য একটি কবিতাও ঠিকঠাক পাঠানো যায় কিনা, সে সন্দেহ কিন্তু কোনোভাবে মুছে যায় না। বনফুল গল্প-উপন্যাস রচনার পাশাপাশি কবিতাও লিখতেন। পেশায় চিকিত্সক, সে চর্চায় তাঁর সুনাম ছিল। তাই পোস্টকার্ডে গল্প— এ সংবাদ সত্যি দূরকল্পনা, যারা তাঁর কাব্যচর্চা সম্পর্কে ওয়াকিবহাল, তারা কবিতা পাঠানোর কথা ভেবে নিতেও পারেন। কিন্তু সত্য এই, বনফুল পোস্টকার্ডে পত্রিকায় প্রকাশের জন্য গল্প পাঠিয়েছেন।
নারী জাতি মানবসমাজের অপরিহার্য অংশ, কিন্তু পুরুষশাসিত সমাজব্যবস্থায় নারীকে শুধু ব্যথা-বেদনার নির্মম অভিশাপ বহন করতে হয়। পুরুষের পক্ষপাতদুষ্টতার জন্য নারীসমাজ মুক্তির পথ দেখেনি; বরং নির্যাতনের শিকার হয়ে দুর্ভাগ্যকে মেনে নিয়েছে। অতীতের আঁধার এখন অনেকটা কেটে গেছে। এখন নবযুগের আলোকোজ্জ্বল প্রভাবে দিকে দিকে নারী প্রগতির জয়গান ঘোষিত হচ্ছে। নারীরা গলগ্রহ—এমন দিনের অবসান ঘটছে। এখন তার স্বকীয় পরিচয় স্পষ্ট হয়ে উঠছে।
আলোচক:-
বিশ্ব নাথ মাহাত
রাঁচি বিশ্ব বিদ্যালয়
Comments
Post a Comment