Posts

Showing posts from March, 2019

"তত্ত্ববোধিনী পত্রিকা"

        "তত্ত্ববোধিনী পত্রিকা"              মহর্ষি দেবেন্দ্রনাথ। 1)তত্ত্ববোধিনী পত্রিকা'র সম্পাদক নির্বাচনের জন্য পরীক্ষা কে নিয়েছিল? উত্তর :- মহর্ষি দেবেন্দ্রনাথ। 2) তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম সম্পাদক কে ? উত্তর :- অক্ষয়কুমার দত্ত। 3)' তত্ত্ববোধিনী সভা' প্রতিষ্ঠা কে করেন? উত্তর :- মহর্ষি দেবেন্দ্রনাথ। 4)  তত্ত্ববোধিনী সভা' প্রতিষ্ঠা হয় কত খ্রিষ্টাব্দে? উত্তর :- ১৮৩৯ 5)কত  বছর পর 'তত্ত্ববোধিনী সভা'র মুখপত্র হিসাবে ‘তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রকাশিত হয়? উত্তর :- চার বছর 6)কোন কোন  মূল আদর্শ তুলে ধরতেই পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত হয় ? উত্তর :- হিন্দুধর্মের পৌত্তলিক প্রথা, অবতার তত্ত্ব ও ভাবাবেগকে নিন্দা করে ব্রাহ্মধর্মের মূল আদর্শ তুলে ধরতেই পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত হয়। 7) 'তত্ত্ববোধিনী পত্রিকা'র সদ্য ভারপ্রাপ্ত সম্পাদক অক্ষয়কুমার দত্তের প্রথমে পারিশ্রমিক ছিল কত টাকা? উত্তর :- ৩৯ টাকা 8) সম্পাদক অক্ষয়কুমার দত্তের  দক্ষ পরিচালনার জন্য তার বেতন কত বাড়িয়েছিল? উত্তর :- তা বেড়ে ৪৫ টাকা এবং পরে হয় ৬০ টাকা। 9) ফুলস্কেপ ক

প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পের বাইরের দিক :

Image
প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বাইরের দিক :- ____________________________ প্রভাতকুমার . মুখোপ্যাধ্যায় "শ্রেষ্ঠ গল্প" র ভূমিকা র লেখক কে? উত্তর :- জগদীশ ভট্টাচার্য কুড়ানো মেয়ে' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর :-ভারতী পত্রিকায় কুড়ানো মেয়ে  গল্পগ্রন্থের প্রকাশ কাল কত? উত্তর :- ১৩০৬ আষাঢ় সংখ্যায় । প্রভাতকুমার মুখোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি উত্তর :- কুড়ানো মেয়ে কুড়ানো মেয়ে' কোন গল্পগ্রন্থের অন্তর্গত উত্তর :-  প্রথমে পত্রিকাতে প্রকাশিত হয় ।পরে নবকথা গল্প সংকলনে স্থান পায় ১৩০৬ কার্তিক সংখ্যায় । কুড়ানো মেয়ে ' গল্পে কার কোন নাটকের উল্লেখ রয়েছে ? উত্তর :- দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো ____________________________ বিবাহের বিজ্ঞাপন কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর :- প্রবাসী বিবাহের বিঞ্জাপন গল্পের প্রকাশ কাল কত? উত্তর :- বৈশাখ ১৩১১ বিবাহের বিজ্ঞাপন কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর :- দেশী ও বিলাতী বিবাহের বিজ্ঞাপন গল্পে কোন মাসের কথা উল্লেখ আছে? উত্তর :-বৈশাখ ' বিবাহের বিজ্ঞাপন ' গল্পে মোট কয়টি পরিচ্ছেদ আছে

নরেন্দ্রনাথ মিত্রের গল্পের বাইরের দিক:-

Image
নরেন্দ্রনাথ মিত্রের গল্পের বাইরের দিক:- ____________________________ ১)রস গল্পের লেখক কে? উত্তর :- নরেন্দ্রনাথ মিত্র ২)রস গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ? উত্তর :-চতুরঙ্গ পত্রিকায় । ৩)রস গল্পটি কত সালে পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর :- ১৯৪৭ সাল ৪)পরে গল্পটি কোন গল্প সংকলনে স্থান পায়? উত্তর :- চড়াই-উৎরাই গল্প সংকলনে ৫)রস গল্পটি প্রথম ইংরেজি অনুবাদ করেন কে? উত্তর :- লীলা রায় ৬)রস গল্পটির পটভূমি কোন স্থান? উত্তর :- পূর্ব বঙ্গের। লেখকের গ্রামের । ৭)কার কার চরিত্রের সংযোজন বিয়োজন হয়েছে গল্পটিতে? উত্তর :- রস গল্পে মোতালেফ -মাজু খাতুন- ফুলবানু তিনটি চরিত্রের সংযোজন -বিয়োজন  মধ্যে দিয়েই গল্পটি গড়ে উঠে। ৮)রস গল্পটি চলচ্চিত্রায়ন হয়ছে কত সালে? উত্তর :- ১৯৭৩ ৯) রস গল্পটি হিন্দি  চলচ্চিত্রায়নের  নাম কি? উত্তর :- সওদাগর ১০)মোতালেফ চরিত্রে কে অভিনয় করেন? উত্তর :- অমিতাভ বচ্চন । ____________________________ ১)চোর গল্পের লেখক নাম কি? উত্তর :- নরেন্দ্রনাথ মিত্র ২)চোর গল্পটি কোন পত্রিকার প্রকাশিত হয়? উত্তর :- বসুমতীপত্রিকায় ৩) চোর গল্পটি কত সালে পত্রিকার প্রকা