✏✏শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ✏✏

1] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ভূমিকা কে লেখেন ?
    উঃ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
২] নৌকা খণ্ডে  কটি পদ আছে ?
      উঃ ৩০
৩] বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি ?
    উঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’
৪] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ভাষা কোন যুগের ?
     উঃ আদি মধ্য যুগ
৫] কাব্যে রাধার স্বামীর নাম কী ?
     উঃ অভিমন্যু
৬] বড়ু চন্ডীদাস ভনিতা কত বার আছে ?
      উঃ ৪৩
৭] “রাধাবিরহ” অংশটিকে প্রক্ষিপ্ত বলেছেন কে ?
   উঃ বিমানবিহারী মজুমদার
৮] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ বাংলা সাহিত্যের কততম গ্ৰন্থ ?
     উঃ ২
৯] এই কাব্যের মোট পদ কত ?
    উঃ ৪১৮
১০] কাব্যটি কিসের উপর লেখা ?
   উঃ তুলোট কাগজ
১১] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন গানের লক্ষণ আছে ?
   উঃ ঝুমুর
১২] রাধার বাবা কে ?
   উঃ সাগর
১৩] ছত্র ধর কাহ্নাঞিঁ দিবোঁ সুরতি” কত সংখ্যক পদ?
   উঃ ২০৯
১৪] ‘ললাট লিখিত খন্ডন না জাএ’ – কোন খণ্ডের অংশ ?
  উঃ দান খণ্ড
১৫] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের খন্ড সংখ্যা কত ?
    উঃ ১৩
১৬] বড়ু চন্ডীদাস কোথাকার বাসিন্দা ?
     উঃ বাঁকুড়ার ছাতনা
১৭] এই কাব্যে কতগুলি  রাগরাগিণী  আছে ?
     উঃ ৩২
 ১৮] শ্রীকৃষ্ণকীর্তন  কাব্যটির নাম রাধাকৃষ্ণের ধামালী রাখার প্রস্তাব কে করেন ?
  উঃ বিমানবিহারী মজুমদার
১৯] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকাশকাল কত ?
   উঃ ১৯১৬
২০] “দেখিল কোকিল বেল গাছের উপরে। আর তিল কাক তাক ভখিতেঁ না পারে।। – কোন খণ্ডের অংশ ?
  উঃ দান খণ্ড
২১] শ্রীকৃষ্ণকীর্তন এর সংস্কৃত শ্লোক সংখ্যা কত ?
  উঃ  ১৬১
২২] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে অনন্ত চন্ডীদাস ভনিতা কত বার আছে ?
   উঃ  ৭
২৩] ‘হরিণ নিজের মাংসের জন্য নিজেই নিজের শত্রু’ – এই অর্থবোধক প্রবাদটি কতবার ব্যবহৃত হয়েছে ?
   উঃ  ৩
২৪] শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশের পর সম্পাদক এক খন্ড বই কাকে উপহার দিয়েছিলেন ? এবং বইয়ের প্রথম পৃষ্ঠায় স্বহস্তে কী লিখেছিলেন ?
      উঃ রবীন্দ্রনাথ ঠাকুর কে। লিখেছিলেন –”কবিকুল-রবি শ্রীযুক্ত স্যার রবীন্দ্রনাথ ঠাকুরকে টি, ডি এন্ আই টি মহাশয়ের শ্রীকরকমলে — শ্রীবসন্ত রায়।”
২৫] কাব্যের বৃহত্তম খন্ডের নাম কি ?
     উঃ দান
২৬] গাইল বড়ু চণ্ডীদাস – ভণিতা কত বার আছে ?
    উঃ ২৯৮
২৭] কাব্যটি কত সালে আবিষ্কৃত ?
   উঃ  ১৯০৯
২৮] কাব্যটি কোথা থেকে পাওয়া যায় ?
     উঃ কাকিল্যা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর বাড়ি থেকে
২৯] শ্রীকৃষ্ণসন্দর্ভ গ্রন্থটির রচয়িতা কে ?
    উঃ  শ্রীজীব গোস্বামী
৩০] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পৌরাণিক চরিত্র কে কে ?
     উঃ  মহাদেব সুগ্রীব গোডুর পান্ডু যুধিষ্ঠির
৩১] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকৃত নাম কি ?
     উঃ  শ্রীকৃষ্ণসন্দর্ভ
৩২] কাব্যের লিপিকার কে ?
    উঃ  রাখালদাস বন্দ্যোপাধ্যায়
৩৩] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন রসের প্রভাব দেখা যায় ?
  উঃ শৃঙ্গার রস
৩৪] ভাগবতের রাস কোন খন্ডকে বলা হয় ?
উঃ বৃন্দবন খণ্ড
 ৩৫] রাধার শ্বশুর আর শ্বাশুরীর নাম কি ?
    উঃ  জল ও জটিলা
 ৩৬] বর্তমান কাব্যের এ কোন সংস্করণটি মুদ্রিত আকারে দেখা যায় ?
 উঃ 8
৩৭] কাব্য কাহিনীর শুরু হয় কোন ঋতুতে ?
  উঃ  বসন্ত
৩৮] কাব্যের প্রথম পদে কার কথা ব্যক্ত হয়েছে ?
  উঃ  পৃথিবী
৩৯] শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে কোথা থেকে প্রথম প্রকাশিত হয় ?
    উঃ  ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
৪০] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যোর পুঁথির সঙ্গে প্রাপ্ত চিরকূটে কার নাম ও কত সনের উল্লেখ রয়েছে ?
  উঃ  পঞ্চানন, ১০৮৯ সন
৪১] কাব্যে উল্লেখিত কয়েকটি ফুলের নাম কী ?
   উঃ  মালতী, বাসক, করবী, চাঁপা, ছাতিম, পিপলি, বাতকী, শিরিষ
৪২] শ্রীকৃষ্ণকীর্তন  কাব্যে যে চিরকুট পাওয়া গেছে তাতে কী নাম ছিল?
   উঃ শ্রীকৃষ্ণসন্দর্ভ
৪৩] প্রথম পৃথিবীর কথা বলা আছে কোন কাব্যে ?
    উঃ শ্রীকৃষ্ণকীর্তনকাব্যে
৪৪] এই কাব্যে সবচেয়ে ব্যবহৃত রাগের নাম কি ?
   উঃ পাহাড়িয়া
৪৫] কোন কোন খণ্ডে রাধাকৃষ্ণ মিলন সংঘটিত হয় ?
   উঃ ৫ টি। দান, নৌকা, বৃন্দাবন, বাণ ও রাধা বিরহ
৪৬] কোন ঋতুতে কাব্যের সমাপ্তি হয় ?
     উঃ শরৎ
৪৭] মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি ?
   উঃ শ্রীকৃষ্ণকীর্তনকাব্য
৪৮] রামগিরী রাগে কতগুলি পদ রচিত ?
     উঃ ৫৪
৪৯] এই কাব্যে কয়টি খণ্ড আছে ?
      উঃ  ১৩
৫০] ‘রাধিকা থাকিলি বসি আপনার ঘরে’ – কার উক্তি ?
      উঃ বড়াই

51] তাম্বুলখন্ডে রাধার বয়স কত ?
   উঃ ১১ বছর
৫২] রাধা কিসের প্রতীক ?
   উঃ জীবাত্মার
৫৩] কে কোন গ্রন্থে প্রথম প্রমাণ করেন যে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন ?
    উঃ সুনীতি কুমার চট্টোপাধ্যায়।  ODBL গ্রন্থে।
৫৪] প্রাচীন কোন গ্রন্থে শ্রীকৃষ্ণকীর্তনের উল্লেখ আছে ?
      উঃ  বৈষ্ণবতোষিণী
৫৫] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সঙ্গে লোকগীতের কোন ধারার নৈকট্য বর্তমান ?
     উঃ  ঝুমুর
৫৬] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহার করা হয়েছে এমন ৩ টি তালের নাম লেখ ?
    উঃ একতালা, যতি, আঠতালা
৫৭] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহার করা হয়েছে এমন ৪ টি রাগের নাম উল্লেখ কর।
      উঃ  কেদার, মল্লার,  ভৈরবী, বসন্ত প্রভৃতি।
৫৮] এই কাব্যকে শ্রীকৃষ্ণধামালী কে নাম দেন ?
     উঃ  বিমানবিহারী
 ৫৯] ‘মাকড়ের যোগ্য কভোঁ নহে গজুমতী’ – প্রবচনটি কোন খন্ডের ?
      উঃ  দান খন্ড ১৩০ সংখ্যক পদ
৬০] কৃষ্ণ ও রাধার স্বর্গীয় নাম কী কী ?
     উঃ  বিষ্ণু ও লক্ষ্মী
৬১] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ভাগবতের প্রভাব আছে কোন খণ্ডে ?
    উঃ বৃন্দাবন খণ্ড
৬২] কাব্যে কৃষ্ণ ও রাধার পারস্পরিক কথোপকথনের সূচনা হয় কোন্ খন্ড থেকে ?
   উঃ  দান
৬৩] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল উৎস রূপে কোন গ্রন্থগুলিকে নির্দেশ করা হয় ?
  উঃ  ভাগবত, বিষ্ণুপুরান, হরিবংশ, ব্রহ্মবৈবর্তপুরাণ
৬৪] বন পোড়ে আগ বড়ায়ি জগজনে জাণী/মোর মন পোড়ে যেহ্ন কুম্ভারের পণী। কোন্ খন্ডে কত সংখ্যক পদে আছে ?
   উঃ বংশী খন্ড ১৩০ সংখ্যক পদে আছে
৬৫] মধ্যযুগে মোট কতজন চন্ডীদাসের অস্তিত্বের কথা জানা যায় ?
   উঃ ৪
৬৬] কাব্যে ব্যবহৃত দুটি ব্রজবুলি শব্দ কি কি ?
   উঃ পুনমী, জানল।
৬৭] কাব্যে রাধার বয়স কত জানা যায়?
   উঃ  ১১
৬৮] কাব্যটির পুঁথিতে কত রকমের হস্তাক্ষর আছে ?
   উঃ  ৩
৬৯] বসন্তরঞ্জন তাঁর জীবদ্দশায় এই কাব্যের কটি সংস্করন প্রকাশ করেন ?
   উওর   ৪
৭০] কাব্যে কত প্রকার প্রয়ার আছে?
    উওর ৭
৭১] এই গ্রন্থের মূল্য নিরুপণ যথাযথভাবে হয়েছে বলে মনে হয় না, হলে এর আরো অনেক বেশি সমাদর হয় আমাদের দেশে। এ গ্রন্থটি কী কাব্য, কী সংগীত, কী গীতিনাট্য সবদিক থেকেই রীতিমতো গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রাচীন সংগীতকলার অত্যুৎকৃষ্ট প্রচেষ্টার পরিচায়ক— কথাটি কার?
           উঃ  রাজেশ্বর মিত্র
৭২] বলরাম কৃষ্ণের পূ্র্বজন্মের কথা বলেছিলেন কোন খন্ডে ?
       উঃ কালীয়দমন খন্ডে
৭৩] শ্রীকৃষ্ণসন্দর্ভ নামটি কে গ্রহন করতে চান ?
       উঃ  অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
 ৭৪] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনীর বিস্তৃতি কত দূর পর্যন্ত ?
      উঃ মথুরা গমন
৭৫] শ্রীকৃষ্ণকীর্তনের ভূমিকা কে লেখেন ?
       উঃ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী


তথ্য সংগ্রহ :-
বিশ্ব নাথ মাহাত
রাঁচি বিশ্ব বিদ্যালয়

Comments

Popular posts from this blog

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর

আরন্যক প্রশ্ন উত্তর :-

চর্যা_পদ