Posts

Showing posts from August, 2018

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর ১)চণ্ডী মঙ্গলের কয়টি ভাগ?কিকি? উত্তর#দুইটি-আখেটিক খণ্ড।বনিক খণ্ড। ২)ভাড়ুদত্ত কে ছিলেন? উত্তর#চণ্ডীমঙ্গলের একজন খল চরিত্র। ৩)চণ্ডী মঙ্গলের আদি কবি কে?? উত্তর#মানিকদত্ত । ৪)কোন যুদ্ধে কালকেতু বন্দী হয়ে ছিলেন? উত্তর#কলিঙ্গরাজেরযুদ্ধে। ৫)ধনপতি কে ছিলেন? উত্তর#উজানীনগরের বিখ্যাত বনিক। ৬)চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ? উত্তর#মুকুন্দরামচক্রবর্তী । ৭)দুজন অষ্টাদশ শতাব্দীর চণ্ডীমঙ্গলকবির নাম কী? উত্তর#মুক্তারামসেন,ভবানীশঙ্কর দাস। ৮)ধনপতির দুই স্ত্রীর নাম কি কি? উত্তর#লহনাও খুল্লরা। ৯)কমলেকামিনী দৃশ্য কোন খণ্ডে আছে? উত্তর#বণিকখণ্ডে। ১০)কমলেকামিনী দৃশ্য কতবার আছে? উত্তর#তিনবার। ১১)খুল্লরার গর্ভ জাত সন্তানের নাম কি? উত্তর#শ্রীমন্ত। ১২)ইশা খাঁ কে ছিলেন ?উত্তর#প্রসিদ্ধআফগান ভুঁইয়া। ১৩)মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কী ? উত্তর#অভয়ামঙ্গল। ১৪)শ্রীমন্তের বিয়ে কার সাথে হয়েছিল? উত্তর#সুশীলা। ১৫)দ্বিজ মাধব কোন মঙ্গলকাব্য ধারার কবি ? উত্তর#চণ্ডীমঙ্গল। ১৬)ষোড়শ শতাব্দীর চণ্ডীমঙ্গল কবির নাম কী? উত্তর #মানিক দত্ত,দ্বিজমাধব,মুকুন্

কারক ও বিভক্তি বাংলা ব্যাকরণের অবিচ্ছেদ্য অংশ। 👪👪 কারক ছয় প্রকার।

Image
👪 👪 কারক ও বিভক্তি বাংলা ব্যাকরণের অবিচ্ছেদ্য অংশ।  👪 👪 ♨ কারক ছয় প্রকার। ♨ ১।কর্তৃকারক:-যে  কাজ করে সেই কর্তা বা কর্তকারক। যেমন: 1)আমি ভাত খাই। 2)বালকেরা মাছে ফুটবল খেলছে। ✏ এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’ বা ‘কারা’দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেই কর্তা বা কর্তৃকারক। 📂 কে ভাত খায়? উত্তর হচ্ছে আমি 📂 কারা ফুটবল খেলছে ? উত্তর হচ্ছে-বালকেরা। 👉 তাহলে আমি এবং বালকেরা হচ্ছে কর্তৃকারক। ২। কর্মকারক:-কর্তা  যে কাজ করে সেটাই কর্ম বা কর্মকারক। 📗 যেমন: আমি ভাত খাই। 📓 হাবিব সোহলকে মেরেছে। ✏ এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কি’ বা ‘কাকে’দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেই কর্ম বা কর্মকারক। 📂 আমি কি খাই? উত্তর হচ্ছে-ভাত। 👉 হাবিব কাকে মেরেছে? উত্তর হচ্ছে-সোহেলকে। ৩। করণ কারক:- ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ বুঝায়। 📗 নীরা কলম দিয়ে লেখে। 📓 সাধনায় সিদ্ধি লাভ হয়। ✏ এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেই করণ কারক। 📂 নীরা কীসের দ্বারা লেখে? উত্তর হচ্ছে-কলম । 📂 কী উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান হওয়া যায়? উত্তর হচ্ছে-সাধনায়। ৪। সম্প্রদান কারক:- স্বত্ব ত্যাগ

চর্যা_পদ

#চর্যা_পদ 1)চর্যা শব্দের অর্থ কি? উত্তর - আচরণীয় 2)আবিষ্কারের আগে হরপ্রসাদ কবার নেপাল যান? উত্তর -2বার।তিনবারের সময় আবিষ্কার। 3)চর্যার ভাষাকে প্রহেলিকাময় ভাষা কে বলেছেন? #হরপ্রসাদ শাস্ত্রী 4)চর্যা এর ফটকপি কে করেন #নীলরতন সেন 5)চর্যাপদের প্রকাশ কত সালে ? 1907 6)চর্যার আদি কবি কে? #লুইপা 7)চর্যাপদ গুলিতে কি গীত হয়েছে? #বৌদ্ধদের সাধন সঙ্গীত। 8)চর্যাপদ গুলি কি ধরনের সঙ্গীত? #সাধন সংগীত 9)চর্যার শেষ পদকর্তা কে? #কাহ্ন পা 10)লুই পা ক'টি পদ রচনা করেন? #2 11)চর্যাপদের টীকাকার কে ? #মুনি দত 12)কাহ্ন পাদের গুরু কে? #শরব 13)কতজন পদকর্তা ১টি করে পদ রচনা করেন? #16 14)কুক্করী পা কটি পদ।লেখেন?? #3 15)চর্যাপদ যখন লেখা হয় তখন বাংলারশাসক কারা ছিলেন? #পাল ও সেন 16)কত নং পদে নাটকের উল্লেখ আছে? #17 17)চর্যাপদে কোন ছন্দ ব্যবহার করা হয়েছে? #পাদাকুলক ছন্দ 18)চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন ? #প্রবোধচন্দ্র বাগচী।। 19)বেশি পদ রচনা করেন কে? #কাহ্ণ পা 20)চর্যাপদের মূল গ্রন্থে ৫১ টি কবিতা ছিল.. কে বলেছেন? #প্রবোধ চন্দ্র বাগচী 21)চর্যার হিন্দি অনুবাদের নাম ক
**চণ্ডীমঙ্গল** প্রশ্ন: চন্ডী মঙ্গলে কাব্য বলতে কী ?  উত্তর: মধ্যযুগে মঙ্গলকাব্য ধারার সমৃদ্ধ শাখা হচ্ছে চণ্ডীমঙ্গল । দেবী চন্ডীকে নিয়ে এক ধরণের আখ্যান কাব্য রচিত হয় যা বাংলা সাহিত্যে চণ্ডীমঙ্গল কাব্য নামে পরিচিত। প্রশ্ন: মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি কে? তাকে সর্বশ্রেষ্ঠ কবি বলার কারণ কী? উত্তর: মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। তাকে মধ্যযুগের কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি বলার কারণ- ১.     নারীর প্রতিবাদ: -মধ্যযুগে মুকুন্দরাম চক্রবর্তী নারীর যে প্রতিবাদী চরিত্র তার কাব্যে ফুটিয়ে তুলেছিলেন তা তার সমসাময়িক কবিরা এমনকি আধুনিক অনেক কবি তাদের কাব্যে ফুটিয়ে তুলতে পারেনি। তাঁর কাব্যে ফুলরার একটি উক্তি-     “পিপিলীকার পাখা উঠে মরিবার তরে।     কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে॥” ২.     লৌকিক জীবনের কথা:- লৌকিক জীবনকে মুকুন্দর মচক্রবর্তী তার কাব্যে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করছেন। মধ্যযুগে কোন কবি সেভাবে আর উপস্থাপন করতে পারেননি। ৩.     পাণ্ডিত্য  জ্ঞান: মুকুন্দরামের কবিত্ব শক্তির চেয়ে পাণ্ডিত্য শক্তি অনেক বেশি ছিল। তিনি রচনা করেছেন কাব্য। তিনি সেই কাব্য বপন করে গেছেন উপন্যাসের
#বাংলা_সাহিত্যের_লেখক_ও_তাঁদের_উপাধি :- (কপি করা হয়েছে ফেসবুক থেকে :- ) লেখক                                  উপাধি 1) কাজী নজরুল ইসলাম - "বিদ্রোহী কবি" , "মানুষের কবি"। 2) জীবনানন্দ দাশ - "রূপসী বাংলার কবি" , "বাংলার রূপমুগ্ধ কবি" , "গ্রাম-বাংলার কবি" , "সচেতন কবি" , "তিমির হননের কবি" , "চিত্ররূপময় কবি" , "ধূসরতার কবি" , "নির্জনতার কবি" , "বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি"। 3) শিশির কুমার ভাদুড়ী - "নাট্যাচার্য"। 4) অহীন্দ্র চৌধুরী - "নাট্যসূর্য"। 5) অমৃতলাল বসু - "রসরাজ"। 6) কালিদাস / মাইকেল মধুসূদন দত্ত - "মহাকবি"। 7) মাইকেল মধুসূদন দত্ত - "মধুকবি"। 8) মুকুন্দরাম চক্রবর্তী - "কবিকঙ্কণ"। 9) রামপ্রসাদ সেন - "কবিরঞ্জন"। 10) মহাত্মা গান্ধী - "বাপুজি" 11) গোবিন্দদাস - "শাব্দিক কবি" 15) ভারতচন্দ্র রায়গুণাকর / ঈশ্বর গুপ্ত - "যুগসন্ধির কবি"। 16) সমরেশ বসু - "সাহিত্
        ✏✏শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ✏✏ 1] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ভূমিকা কে লেখেন ?     উঃ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ২] নৌকা খণ্ডে  কটি পদ আছে ?       উঃ ৩০ ৩] বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি ?     উঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ ৪] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ভাষা কোন যুগের ?      উঃ আদি মধ্য যুগ ৫] কাব্যে রাধার স্বামীর নাম কী ?      উঃ অভিমন্যু ৬] বড়ু চন্ডীদাস ভনিতা কত বার আছে ?       উঃ ৪৩ ৭] “রাধাবিরহ” অংশটিকে প্রক্ষিপ্ত বলেছেন কে ?    উঃ বিমানবিহারী মজুমদার ৮] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ বাংলা সাহিত্যের কততম গ্ৰন্থ ?      উঃ ২ ৯] এই কাব্যের মোট পদ কত ?     উঃ ৪১৮ ১০] কাব্যটি কিসের উপর লেখা ?    উঃ তুলোট কাগজ ১১] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন গানের লক্ষণ আছে ?    উঃ ঝুমুর ১২] রাধার বাবা কে ?    উঃ সাগর ১৩] ছত্র ধর কাহ্নাঞিঁ দিবোঁ সুরতি” কত সংখ্যক পদ?    উঃ ২০৯ ১৪] ‘ললাট লিখিত খন্ডন না জাএ’ – কোন খণ্ডের অংশ ?   উঃ দান খণ্ড ১৫] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের খন্ড সংখ্যা কত ?     উঃ ১৩ ১৬] বড়ু চন্ডীদাস কোথাকার বাসিন্দা ?      উঃ বাঁকুড়ার ছাতনা ১৭] এই কাব্যে কতগুলি  রাগরাগ
     📢📢জাতীয় বিশ্ববিদ্যালয়📢📢 ✏ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেনকে? উত্তর : গভর্নর জেনারেল লর্ডওয়েলেসলি। ✏কত সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৮০০ সালের ৪ মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়এবং ২৪ নভেম্বর তার কার্যক্রম শুরু হয়। ✏কতসালে ফোর্ট উইলিয়ামকলেজে বাংলা বিভাগ খোলা হয়? উত্তর : ১৮০১ খ্রিস্টাব্দে উইলিয়ামকেরির তত্ত্বাবধানে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়। ✏কোন সময়কে ফোর্ট উইলিয়াম পর্বেরস্বর্ণযুগ বলে অভিহিতকরা হয়? উত্তর : ১৮০১ থেকে ১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্তসময়কে। এই সময়ের মধ্যে ৮ জন গদ্য লেখক১৩ খানি বাংলা গদ্য গ্রন্থলিখে বাংলা গদ্যেরবিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। ✏ শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কতসালে? উত্তর : উইলিয়াম ওয়ার্ড ওজোশুয়া মার্শম্যানের সহায়তায়এবং উইলিয়াম কেরির প্রত্যক্ষতত্ত্বাবধানে ১৮০০ সালে কলকতার অদূরে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। ✏শ্রীরামপুরমিশনটি কাদেরনিয়ন্ত্রণাধীন ছিল? উত্তর : শুরুতে এটি ডেনিশদের নিয়ন্ত্রণাধীন হলেও ১৮০৮সালে এটি ইংরেজদের হাতে চলে যায়। ✏ উইলিয়াম কেরিকে এদেশে আনয়নকরেন কে? উত্তর : জন টমাস(
                     📝নিম গাছ📝                                    ✒বনফুল বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প লেখা সম্পর্কে একটি গল্প প্রচলিত। কখনো কখনো কোনো সাহিত্য পত্রিকা দপ্তরে তিনি পোস্টকার্ডে গল্প পাঠিয়েছেন! সংবাদটি যেকোনো ভাষার সাহিত্যের পাঠকের জন্য বিস্ময়কর, তাতে কোনো সন্দেহ নেই। বিস্ময়কর এই জন্য, একটি পোস্টকার্ডে লেখার জন্য কতটুকু জায়গা, তা আমাদের ভালোমতো জানা আছে। সেখানে একটি গল্প পাঠানো তো দূরকল্পনা, ছাপানোর জন্য একটি কবিতাও ঠিকঠাক পাঠানো যায় কিনা, সে সন্দেহ কিন্তু কোনোভাবে মুছে যায় না। বনফুল গল্প-উপন্যাস রচনার পাশাপাশি কবিতাও লিখতেন। পেশায় চিকিত্সক, সে চর্চায় তাঁর সুনাম ছিল। তাই পোস্টকার্ডে গল্প— এ সংবাদ সত্যি দূরকল্পনা, যারা তাঁর কাব্যচর্চা সম্পর্কে ওয়াকিবহাল, তারা কবিতা পাঠানোর কথা ভেবে নিতেও পারেন। কিন্তু সত্য এই, বনফুল পোস্টকার্ডে পত্রিকায় প্রকাশের জন্য গল্প পাঠিয়েছেন। নারী জাতি মানবসমাজের অপরিহার্য অংশ, কিন্তু পুরুষশাসিত সমাজব্যবস্থায় নারীকে শুধু ব্যথা-বেদনার নির্মম অভিশাপ বহন করতে হয়। পুরুষের পক্ষপাতদুষ্টতার জন্য নারীসমাজ মুক্তির পথ দেখেনি; বরং নির্যাতনের শিকা
..#গিরিশচন্দ্র_ঘোষ_কার_কোন_কোন_রচনার_নাট্যরূপ_দিয়েছেন?_এবং_কত_খ্রিস্টাব্দে? উত্তর - (1) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস:-         "কপালকুণ্ডলা" (1873) ,        "বিষবৃক্ষ" (1874) ,        "দুর্গেশনন্দিনী" (1878) (2) - মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য:-           "মেঘনাদবধ কাব্য" (1877) (3) দীনবন্ধু মিত্রের নাটক;-          "যমালয়ে জীবন্ত মানুষ" (1877) (4)নবীনচন্দ্র সেনের কাব্যগ্রন্থ:-             "পলাশির যুদ্ধ" (1877) (5)রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস:-               "চোখের বালি" (1911) (6) রমেশচন্দ্র দত্তের উপন্যাস:-            "মাধবীকঙ্কণ" (1882) ...#বিশ্ব_নাথ_মাহাত ...#সাকসেস_বাংলা ...#রাঁচি বিশ্ববিদ্যালয় 
              #ছোট্ট_প্রয়াস বিহারীলাল চক্রবর্তীর- পত্রিকা ও কাব্য মনে রাখার সহজ উপায় বিহারীলাল চক্রবর্তী-ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী-গীতিকবিতার জনক বিহারীলাল চক্রবর্তী-রবিঠাকুরের কাব্য গুরু 📂পত্রিকাঃ- ✏অবোধ বন্ধু বিহারীলাল সাহিত্য সংক্রান্তিতে পূর্নিমার হাত ধরে বসে আছে অবোধ বন্ধু সাহিত্য সংক্রান্তি পূর্নিমা 📂কাব্যঃ ✏বঙ্গসুন্দরী সারদার সংগীতের প্রতি নিসর্গ প্রেম তার স্বপ্ন ও মনে সাধের আসন গেড়ে বসেছে বঙ্গ সুন্দরী (১৮৭০) সারদা মঙ্গল(১৮৭৯) সংগীত শতক(১৮৬২) নিসর্গ সন্দর্শন(১৮৭০) প্রেম প্রবাহিনী(১৮৭১) স্বপ্ন দর্শন(১৮৫৮) সাধের আসন(১২৯৫-৯৬) ✏✏ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন ।       #ধন্যবাদ বিশ্ব নাথ মাহাত  সাকসেস বাংলা  রাঁচি বিশ্ব বিদ্যালয়