Posts

Showing posts from July, 2019
🆔কবিতা ♣বিষ্ণু দে 📗স্মৃতি সত্তা ভবিষ্যৎ জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত কবি, লেখক এবং চলচ্চিত্র সমালোচক। তিনি ১৯৭১ সালে তাঁর ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ বইটির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন । ✔"স্মৃতি সত্তা ভবিষ্যৎ" (১৯৬৩/১৩৭০) ১৩৬৫ বঙ্গাব্দে সাহিত্য পত্র পত্রিকা  বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। ✏"স্মৃতি সত্তা ভবিষ্যৎ" হল বিষ্ণু দের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। আশাহীন যান্ত্রিক জীবনের ভয়ঙ্কর চিত্র পরিস্ফুট হয়েছে এই কাব্যগ্রন্থে। আধুনিক জীবনকে কবির "নরক" বলে মনে হয়েছে --- 'বাঁচবার আশা নেই, বাঁচবার ভাষা নেই সেখানে মড়ক অবিরত সেখানে কান্নার সুর একঘেয়ে নির্জলা আকালে মরমে পশে না আর, সেখানে কান্নাই মৃত কারণ কারোর কোনো আশা নেই অথবা তা এত কম যে কোনো নিরাশা নেই। চৈতন্যে মড়ক।' ✏আমাদের জীবনের অতীত, বর্তমান, আর ভবিষ্যৎ নিয়েই হল "স্মৃতি সত্তা ভবিষ্যৎ"। কবি তাঁর আত্মসত্তার অন্বেষণ করেছেন বারে বারে এই কাব্যে। গ্রিক পুরাণ কাহিনী বিবৃত হয়েছে "অয়রিডিকে" কবিতায়। কবি চন্ডীদাসকে স্মরণ করে লিখেছেন "নান্নুরে" কবিতা। কবি
বিদ্যাপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর :- __________________________________ ১) কার অনুরোধে বিদ্যাপতি কাব্যচর্চা শুরু করেন? উঃ দেবসিংহ। ২)বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী কোন রাজার রাজ সভায় থাকাকালীন রচনা করেন? উঃ শিবসিংহ। ৩) বিদ্যাপতির মেয়ের নাম কি? উঃ দুল্লহি/ দুলহা। ৪) বিদ্যাপতি ভারতীয় সাহিত্য ভান্ডারের কোন কোন গ্রন্থ থেকে ঋণ গ্রহণ করেছেন? উঃ গাথাসপ্তশতী, অমরুশতক, শৃঙ্গারতিলক, শৃঙ্গারশতক প্রভৃতি। ৫) বিদ্যাপতির পদে উল্লিখিত মুসলমান রাজার নাম কী? উঃ নুসরৎ শাহ। ৬) বিদ্যাপতির কোন সংস্কৃত  গ্রন্থের প্রভাব আজও বর্তমান? উঃ দুর্গাভক্তিতরঙ্গিনী। ৭) 'বিদ্যাপতিগোষ্ঠী'  এই বইটি কার লেখা? উঃ সুকুমার সেন। ৮) বিদ্যাপতি মিথিলার কোন রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন ? উঃ কামেশ্বর। ৯)বিদ্যাপতি কোন্ রানীর গুনমুগ্ধ ছিলেন ? উঃ লছিমা দেবীর । ১০)  বিদ্যাপতি কত জন রাজার পৃষ্ঠপোষকতা পান? উঃ ৬ জন রাজা ও এক জন রানীর। মোট ৭ জনের। ১১) বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলী কে বলেন? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। ১২)  বিদ্যাপতিকে 'মৈথিল কোকিল' আখ্যায়িত করেন কে?  উঃ রাজকৃষ্ণ মুখোপাধ্