Posts

Showing posts from February, 2019

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 🅱🅱🅱🅱🅱 বাংলা সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান:- 🅱🅱🅱🅱🅱 ♣জন্ম :-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর (বাংলা ১২২৭ বঙ্গাব্দের ১২ আশ্বিন, মঙ্গলবার) বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ♨ডাক নাম:-বিদ্যাসাগর, দয়ারসাগর, স্বাক্ষর      করতেন 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে। 👪 পিতামাতা:-ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী ♠ প্রধান স্মৃতিস্তম্ভ:-বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর সেতু। ♥ দাম্পত্য সঙ্গী:-দীনময়ী দেবী। ♥সন্তান:-নারায়ণচন্দ্র বিদ্যারত্ন। 📓অনুবাদ মূলক রচনা :- *******************************      (১)  বেতাল পঞ্চবিংশতি(১৮৪৭)/ হিন্দি বেতাল পচ্চীসীর অনুবাদ । (২) বাঙ্গালার ইতিহাস (১৮৪৮)/ মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল (৩) জীবনচরিত(১৮৪৯)/ উইলিয়াম ও রবার্ট চেম্বার্স রচিত খ্যাতিমান ইংরেজ মনীষীদের জীবনী অবলম্বনে (৪) বোধোদয়(১৮৫১)/ রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে (৫) শকুন্তলা(১৮৫৪)/ কালিদাসের অভিজ্ঞানশকুন্তলম্ অবলম্বনে (৬)  কথামালা (১৮৫৬) / ঈশপেরকাহিনি অবলম্বনে (৭) সীতার বনবাস(১৮৬০)/ ভবভূতির উত্তর

রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:-

রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:- ____________________________ “গোরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল। দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হল।” টেকনিক ব্যাখ্যা: - ১.গোরা  (১৯১০) ২.শেষের কবিতা (১৯২৯) ৩.চার অধ্যায়(১৯৩৪)  ৪.চতুরঙ্গ (১৯১৫) ৫.চোখের বালি (১৯০৩) ৬.দুই বোন (১৯৩৩) ৭.মালঞ্চ (১৯৩৪) ৮.রার্জষি (১৮৮৭) ৯.ঘরের বাইরে (১৯১৫) ১০.যোগাযোগ (১৯২৯) ১১.বৌঠাকুররানীর হাট (১৮৮৩) ১২.নৌকাডুবি (১৯০৬) বিকল্প টেকনিক________ "বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করল।" টেকনিক ব্যাখ্যা: ______ ১. বৌয়ের— বৌঠাকুরানীর হাট ২. চোখের— চোখের বালি ৩. চার— চার অধ্যায় ৪. নৌকাডুবি— নৌকাডুবি ৫. দুই বোন— দুই বোন ৬. করুনা— করুনা ৭. শেষে— শেষের কবিতা ৮. চতুর— চতুরঙ্গ ৯. রাজর্ষি— রাজর্ষি ১০. গোরা— গোরা ১১. ঘরেবাইরে— ঘরেবাইরে ১২. যোগাযোগ-যোগাযোগ তথ্য সূত্র :- @বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিতকুমার বন্দোপ

আরন্যক প্রশ্ন উত্তর :-

আরন্যক প্রশ্ন উত্তর :- বিশ্ব নাথ মাহাত রাঁচি বিশ্ব বিদ্যালয় ডোরান্ডা কলেজ -----------প্রথম পরিচ্ছেদ--------------------- প্রশ্ন :-আরণ্যক উপন্যাসের কথকের নামকি ছিল ? উত্তর:- সত্যচরণ প্রশ্ন :- উপন্যাস এর শুরুতে কথক কত বছর আগের কথা বলে জানিয়েছেন ? উত্তর:- 15 -16 বছর । প্রশ্ন :- সত্যচরণ কি পাস করে কোথায় অবস্থান করছিল ? উত্তর বি. এ পাস। কলিকাতায় । প্রশ্ন :-মেসে চাকরের নাম কি ছিল? উত্তর:- জগন্নাথ। প্রশ্ন :- ম্যানেজার তাগাদার চিঠিতে কত টাকা দেয়ার কথা বলেছিল? আর কথক এর কাছে কত টাকা ছিল ? উত্তর:- 10 টাকা । 2 টাকা আর কয়েক আনা পয়সা । প্রশ্ন :- কথকের মেসে কত মাসের টাকা বাকি ছিল? উত্তর:- দুমাসের। প্রশ্ন :-কোন ময়রার দোকানে অনেক নতুন খাবার থালায় সাজানো ছিল ?উত্তর :-অভয় ময়রার । প্রশ্ন :-সত্যচরণ কলিকাতায় কোন স্কুলে চাকরি করতো ? উত্তর:- জোড়াসাঁকো স্কুলে। প্রশ্ন :- কত বছর হল সে চাকরি ছেড়েছে ? উত্তর:- এক বছর । প্রশ্ন:- হঠাৎ পথে কার সঙ্গে সত্যচরণ এর দেখা হয়েছিল? সে আর সত্য়চরন কোথায় এক সঙ্গে থাকতো ? উত্তর :- সতীশ এর সাথে। হিন্দু হোস্টেল। প্রশ্ন:- সতীশ বর্তমানে কি করে