চর্যা_পদ

#চর্যা_পদ

1)চর্যা শব্দের অর্থ কি?
উত্তর - আচরণীয়
2)আবিষ্কারের আগে হরপ্রসাদ কবার নেপাল যান?
উত্তর -2বার।তিনবারের সময় আবিষ্কার।
3)চর্যার ভাষাকে প্রহেলিকাময় ভাষা কে বলেছেন?
#হরপ্রসাদ শাস্ত্রী
4)চর্যা এর ফটকপি কে করেন
#নীলরতন সেন
5)চর্যাপদের প্রকাশ কত সালে ?
1907
6)চর্যার আদি কবি কে?
#লুইপা
7)চর্যাপদ গুলিতে কি গীত হয়েছে?
#বৌদ্ধদের সাধন সঙ্গীত।
8)চর্যাপদ গুলি কি ধরনের সঙ্গীত?
#সাধন সংগীত
9)চর্যার শেষ পদকর্তা কে?
#কাহ্ন পা
10)লুই পা ক'টি পদ রচনা করেন?
#2
11)চর্যাপদের টীকাকার কে ?
#মুনি দত
12)কাহ্ন পাদের গুরু কে?
#শরব
13)কতজন পদকর্তা ১টি করে পদ রচনা করেন?
#16
14)কুক্করী পা কটি পদ।লেখেন??
#3
15)চর্যাপদ যখন লেখা হয় তখন বাংলারশাসক কারা ছিলেন?
#পাল ও সেন
16)কত নং পদে নাটকের উল্লেখ আছে?
#17
17)চর্যাপদে কোন ছন্দ ব্যবহার করা হয়েছে?
#পাদাকুলক ছন্দ
18)চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন ?
#প্রবোধচন্দ্র বাগচী।।
19)বেশি পদ রচনা করেন কে?
#কাহ্ণ পা
20)চর্যাপদের মূল গ্রন্থে ৫১ টি কবিতা ছিল.. কে বলেছেন?
#প্রবোধ চন্দ্র বাগচী
21)চর্যার হিন্দি অনুবাদের নাম কি?
#দোহাকোষ
22)চর্যাপদের ভাষাকে খিচুড়ি ভাষা কে বলেছেন?
#বিজয়চন্দ্র মজুমদার।
23)চর্যার ভাষা হিন্দি নয় এটি প্রমান করেন কে?
#সুকুমার সেন
24)চর্যাপদের প্রথম ও শেষ রাগ কোনটি?
#পটামঞ্জুরি, রমোক্রী
25)চর্যার ধর্মতত্ব ও দার্শনিকতা নিয়ে কে প্রথম আলোচনা করেন
#মুহম্মদ শহীদুল্লাহ
26)লুই শব্দটি কোন শব্দ থেকে সৃষ্ট??
#রোহিত
27)চর্যাপদের কবিতা শুরু কার কবিতা দিয়ে ?
#লুই পাদ
28)চর্যাপদের ভাষাতত্ত্ব কে আলোচনা করেন?
#সুনীতিকুমার চট্টোপাধ্যায়।।
29)চর্যার গান লিখেছেন এমন ব্রাহ্মণ পদকর্তার নাম
#জয়নন্দী
30)চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন?
#প্রবোধচন্দ্র বাগচী
31)চর্যাপদের শেষ পদ কোন রাগে রচিত?
#রামক্রী
32)চর্যাপদের ধর্মতত্ত্ব কে আলোচনা করেন?
মুহম্মদ শহীদুল্লাহ।।।
33)বাংলার আদি কবি কে?
#মীননাথ
34)চর্যাপদের তিব্বতী অনুবাদের টীকা কে রচনা করেছেন?
#কীর্তিচন্দ
35)কাহ্নপাদের গুরু কে?
#জালন্ধরী পা।
34)চর্যার একজন মুসলিম গবেষকের নাম বলো?
#মুহম্মদ শহীদুল্লাহ।।
35)চর্যাপদের শেষতম আচার্য কে?
#শবর পা
36)সন্ধ্যা বানানকে কে সন্ধা বলেছেন?
#বিধুশেখর শাস্ত্রী
37)চর্যাপদ -এ কোন কোন নদীর কথা আছে?
#গঙ্গা পদ্মা
38)শবর পা প্রথম জীবনে কী ছিলেন?
#শিকারী
39)নব চর্যাপদে কতগুলো পদ স্থান পেয়েছে?
#98টি
40)নব চর্যা তে মৌলিক পদ কটি
#মৌলিক পদ 92।প্রকাশ 98।
41)লুই পদের লেখা প্রথম গ্রন্থ কোনটি?
#অভিসময়বিভঙ
42)চর্যার মেকলা টিকার আবিষ্কারক কে?
#আচার্য পাদ
43)চর্যা পদের ভাষা কি ?
#সন্ধ্যা ভাষা
44)চর্যার কোন পদকার নিজেকে বাঙালি বলেছেন?
#ভুসুকু পা
45)চর্যায় কতগুলি পটমঞ্জরী রাগ আছে?
#11
46)কে চিত্র ধর্মী কবি?
#ভুসুকু।।
47)চর্যা পদের মোট পদের সংখ্যা কত
#50 টি
48)ভুসুকুপা র আসল নাম কি?
#শান্তি দেব
49)রাইতু কথার অর্থ কি??
#রাজপুত
50)শবরপাদ কত শতকের কবি?
#৮ম সঠিক
51)চর্যাপদের কার পদে সেকালের হরিণী শিকারের কথা আছে ?
#ভুসুক
52)চর্যাগীতি কোষ নামটি কার দেওয়া?
#নীলরতন সেন
53)চর্যাপদে ব্যবহৃত রাগ কয়টি??
#22
54)শবরপাদের গুরু কে ছিলেন
#কাহ্ন পা
55)চর্যা পদের মোট সংখ্যা কত
#50টি মতান্তরে 51টি
56)১৭ নং পদের রচয়িতা কে??
#বীণাপা
57)কুক্কুরী,পাদের নামে একটি সংস্কৃত রচনার নাম পাওয়া গেছে সেটি কী???
#মহামায়াসাধন
58)সিদ্ধাচার্যদের গানে কী রসের পরিচয় পাওয়া যায়?
#করুন
59)চর্যাপদের শেষ পদটি কোন রাগে রচিত?
#রামক্রী
60)নব চর্যাপদ কবে আবিষ্কৃত হয় ?
#১৯৬৩
61)সন্ধ্যা শব্দটি সন্ ধাতু থেকে নিষ্পন্ন কথাটি কে বলেছেন?
#সুনীতি কুমার চট্টোপাধ্যায
62)চর্যার পুঁথিটি কোন হরফে লেখা?
#দেবনাগরী
63)চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন এইরকম দুজন অবাঙালি পণ্ডিত এর নাম লিখুন ?
#ধর্মবীর ভারতী, রাহুল সংকীর্তায়ন
64)এতে কোন অলংকারের প্রয়োগ হয়েছে?
#রুপক
65)মূল গানে এবং টীকায় পদকর্তার নাম যেভাবে উল্লিখিত হয়েছে তাতে মোট কতজন কবির সন্ধান পাওয়া যায়??
#23
66)চর্যাপদের সাধনতত্ত্বের নাভিতে অবস্থিত চক্রের নাম কী?
#নির্মাণ চক্র
67)কা আ তরুবর পদিটি কার
  #লুইপা
68)"নাটক" শব্দটি চর্যাপদের কত নম্বর পদে পাওয়া যায় ?
#17
69)'কাহারে ঘিনি মেলি অচ্ছহু কীস'--- পদটির রচয়িতা??
#ভুসুকুপাদ
70)কাহ্ন পার আসল নাম কি?
#কৃষ্ণাচার্য
71)শবরপাদ কটি পদ রচনা করেছেন?
#2
কোন রাজার আমলে চর্যা পদ রচিত হয়
#পাল

35)নব চর্যাপদ সঙ্কলন গ্রন্থ টির প্রথম উদ্যোগ নিয়েছিলেন কে?
#শশিভূষণ দাশগুপ্ত
72)চর্যার ভাষা প্রধানত কোন উপভাষার উপর প্রতিষ্ঠিত ?
#রাঢ়ী
73)"হেবজ্রপঞ্জিকা যোগরত্নমালা কার রচনা এবং পুঁথিটি কোথায় রক্ষিত আছে???
#কৃষ্ণপার , কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েরগ্রন্থাগারে
74)হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশিত পুথিতে কয়টি পদ আছে
#সাড়ে ৪৬
75)সন্ধ্যা ভাষাকে সন্ধ্যা দেশের ভাষা কে বলেছেন ?
  #পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
78)চর্যাপদ-এ কতগুলি প্রবাদ আছে?
#6
79)লুই পাদকে "অভিসময়বিভঙ্গ" রচনায় কে সাহায্য করেছিলেন??
#দীপঙ্কর শ্রীজ্ঞান
80)চর্যাপদের প্রাচীন পদকর্তা র নাম কী?
#লুইপা
81)চর্যার যুগে ডোমেরা কী তৈরি করত?
চাঙ্গরী
82)চর্যাপদ কোন লাইব্রেরী থেকে আবিস্কৃত হয়?
#"রাষ্ট্রীয় অভিলেখালয়"
83)নেপাল থেকে 'চাচা সংগীত' গুলো কেসন্ধান পান?
#অসিতকুমার বন্দোপাধ্যায়ের
84)কে কত সালে কোথা থেকে চর্যাপদ পুথিটি আবিস্কার করেন?
#হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের 'রাষ্ট্রীয় অভিলেখালয়' গ্রন্থাগার থেকে |
86)হম্মদ শহীদুল্লাহ এর মতে কুক্কুরী পা কোন শতকের কবি???
#8
87)চর্যাপদে কে বেশি পদ রচনা করেছেন?
#কাহ্ন
88)কত সংখ্যক পদে পদ্মানদীর উল্লেখ আছে??
#49
89)পদকর্তা কাহ্নপা কত নং পদে নিজেকে "পণ্ডিতাচার্য" বলেছেন
36
90)পা এর অর্থ কী??
#সম্মানিত করা
91)কা আ তরু বর পদটি কার???
#কাহ্ন
92)চর্যাপদে ব্যবহৃত তিনটি সত্তা কী কী?
#ইরা পিঙ্গলা সুষুম্না
93)ডোম্বী পার গুরু কে??
#কাহ্ন
94)নেপালের দরবার- গ্রন্থাগারটির বর্তমান নাম কী???
#রাষ্ট্রীয় অভিলেখালয়।।
95)চর্যার পঞ্চস্কন্ধ কী কী?
#রূপ,বেদনা, সংগা, সংস্কার,বিজ্ঞান
96)চর্যাপদ এর নাম পত্রে লিখিত তারিখ কি কোন্ অব্দে লেখা হয়েছিল
#সংবৎ
97)নবচর্যা পদে কতগুলি পদের সন্ধান পাওয়া যায়?
#250
98)চর্যায় বর্নিত কয়েক টি পেশা উল্লেখ করুন???
#ডোম, শিকার, মদ চোলাই, চোর, কাপড় বোনা
99)চর্যার কত নম্বর পদে বঙ্গ শব্দটির ব্যবহার করা হয়?
#49
100)চর্যার ভাষা মৈথিলি- একথা কে বলেন?
#জয়কান্ত মিশ্র।।।
101)"Sanskrit Buddhist Literature in Nepal" নামে পুথির সন্ধান তালিকা কে কতসালে প্রকাশ করেন???
#রাজেন্দ্রলাল মিত্র , 1882 সালে
102)৪৪ সংখ্যক গানটি কার লেখা???
#কঙ্কন পা।।
103)৩৪ নং পদ এর রচয়িতা??
#দারিক পা
104)চর্যাপদে কটি ভনিতায় কোনো কবির নাম পাওয়া যায় নি?
#5
105)সবর পার কতগুলি পদ?
#2
106)চর্যাপদে মোট কটি রাগের কথা আছে?
#22
107)৩৫ সংখ্যক পদটি কার রচনা??
#ভাদেপা
108)চর্যাপদে কোন খেলার কথা আছে?কত নং পদে আছে?
#দাবা বা নয়বল।১২
109)কত নম্বর পদে চর্যাপদে বাংলাদেশের কথা আছে?
#49
110).চর্যার দর্শনকে কী বলে?
#শূন্যবাদ
111)চর্যাপদে কোন নাটকের কথা বলা হয়েছে
#বুদ্ধনাটক
112)চর্যাপদ হিন্দি ভাষায় রচিত -একথা কে দাবি করেন?
#ধর্মবীর ভারতী।
113)কুক্কুরীপার কত নং পদটি পাওয়া যায়নি ?
#48
114)শান্তিদেবের ভণিতা যুক্ত কটি পদ পাওয়া যায়?
#2
115)চর্যাপদ রচয়িতাদের কী বলা হয়??
পা
116)মুনিদত্তের টীকার হিন্দি অনুবাদ কে করেন?
# সাংকৃত্যায়ন
117)চর্যাপদের শেষ পাতার পৃষ্ঠা সংখ্যা কত?
#69
118)লুইপাদ কোন বাঙালি পন্ডিতের সমসাময়িক ছিলেন ??
#অতীশ দীপ
119)দরিদ্র পরিবারের চিত্র রয়েছে কত নং পদে?
#33
120)শেষ পদকর্তার নাম কি?
#শবর পা
121)বাংলা জাতির উল্লেখ আছে কত নম্বর পদে?
#49
122)৬ নং পদটি কার?
#ভুসুকু পা
123)চর্যাপদের দুজন বিদেশী গবেষকের নাম কী?
#ডক্টর আর্নল্ড বেক, ডক্টর জি.টুসি
124)"The Origin of Development of the Bengali Language" গ্রন্থটি কার লেখা?
#সুনীতিকুমার  চট্টোপাধ্যায়
125)চর্যাপদের প্রাপ্ত পুথিতে কোনন পদ টি অর্ধেক পাওয়া গেছে??
#23
126)কে নিজেকে জালন্ধরীপাদের শিষ্য বলে পরিচয় দিয়েছেন?
#কাহ্ন
127)ভুসুকু ভণিতা যুক্ত কটি পদ পাওয়া যায়?
#8
128)চর্যাপদ প্রথম কে বাংলায় লেখেন?
#মনীন্দ্র মোহন বসু
129)চর্যাপদের ফটোকপি কে আবিস্কার করেন?
উঃ-নীলরতন সেন।
130)চর্যার পুথিটি কিসে লেখা?
#তাল পাতাতে
131)কতগুলি পদের ভণিতায় কবিনাম নাম পাওয়া যায়?
#5
132)প্রথম পদটিতে কোন রাগের উল্লেখ আছে?
#পটমঞ্জুরী
133)চর্যাপদ অবলম্বনে আধুনিক উপন্যাসের নাম বলুন ?
#সেলিনা হোসেনের নীল ময়ূরের যৌবন।
134)তিব্বতী ঐতিহ্যে কতজন সিদ্ধাচারযের কথা আছে
#48
135)দ্বিতীয় পদটিতে কোন রাগের উল্লেখ আছে?
#গবড়া
136)চর্যাপদের সাধন তত্ত্বে কন্ঠে অবস্থিত চক্রের নাম কি??
#সম্ভোগ
137)পঞ্চম পদটিতে কোন রাগের উল্লেখ আছে?
#গুর্জরী

138)কাহ্ন পাদের কত নং পদে বিবাহ যাত্রার বর্ননা আছে?
#19
139)খ্যামনা ভাতারির কথা কোন সংখ্যায় আছে?
#20
140)চর্যাপদে পুলিন্দ শব্দের মানে কী
#নপুংশক
141)চর্যাপদ মূলত কী ছন্দে রচিত?
#পাদাকুলক
142)চর্যায় কয়টি বাসনপত্রের উল্লেখ আছে?
#চারটি। যথা-হাঁড়ী, পিটা, ঘড়ি, ঘড়ুলী।
143)বাঙালীর সুখ দুঃখ গৃহজীবনের কথা আছে কোন সংখ্যায়?
#33
144)দুলি শব্দের অর্থ কি?
#স্ত্রী কচ্ছপ
145)নেপাল থেকে প্রাপ্ত পুথির মলাটের উপর কি নাম লেখা ছিল?
#চর্যাচয্যটীকা
146)কাহ্নপা র কটি পদের কথা জানা যায়
#13
147)তিঅড়া শব্দের প্রকৃত অর্থ কি?
#ললনা, রসনা, অবধূতিকা
148)ভবন‌ই শব্দের অর্থ কী?
#ভবনদী
149)চর্যার ভাষা মূলত হিন্দি কে মনেকরেছেন?
#বিজয়চন্দ্র মজুমদার
150)অভিসার বিহঙ্গ কার লেখা?
#লুইপা
151)কাহ্নপাদের গুরু কে ছিলেন?
$হাড়িপা
152)ডোম চণ্ডাল এর কথা আছে কোন সংখ্যায়?
#10
153)কতজন পদকর্তা একটি করে পদ রচনা করেছেন?
#16
154)পিটা শব্দের অর্থ কী?
  #দুধ দোয়ানোর পাত
155)দুলি শব্দের অর্থ কী?
#কচ্ছপ
156)চর্যাগীতির শেষ পদটি কোন রাগে রচিত?
#রামক্রী
157)চর্যাপদে কোন কোন হাতিয়ারের কথা উল্লেখ আছে?
#কুঠার, টাঙ্গি, খনতা।

158)জেতই বোলী তেতবী টাল--- পদটির রচয়িতা??
#কাহ্ন পা
159)চর্যাপদে কোন্ ফলের নাম পাওয়া যায়?
#তেঁতুল
160)চর্যাপদ নামটি কে দেন?
#হরপ্রসাদ শাস্ত্রী
161)কাল শব্দের অর্থ কী?
#মৃত্যু
162)নবচর্যাপদ কে সম্পাদনা করেন? কবে কী নামে কোথা থেকে?
#অসিত কুমার ।১৯৮৯ সালে।কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
163)চর্যাপদে দেহকে কী রূপে কল্পনা করা হয়েছে?
#বৃক্ষ
164) চর্যার যুগে ডোমেরা কী তৈরি করত?
#তাঁত বুনতো ও চাঙাড়ী তৈরী করত
165)চর্যাপদের বুনিয়াদ কোন্ ভাষায়?
#মাগধী অপভ্রংশ
166)ভবনই গহন গম্ভীর.. ভবনই শব্দের অর্থ কী?
#ভব, রূপ, নদী
167)দারিক পা অষ্টম শতকে বর্তমান ছিলেন কী থেকে জানতে পারি?
#তিব্বতী অনুবাদ
168)বাংলা সংগীতের আদিমতম লিখিত নিদর্শন কী?
#চর্যাপদ
169)চর্যাপদে মূলত কাদের কথা বর্ণিত হয়েছে?
#তৎকালীন সমাজের অন্ত্যজঃ শ্রেণীর নরনারীর কথা।
170)কাহ্ন পা'র মতে চর্যা যুগে কোন জাতির মধ্যে বিধবা বিবাহের প্রচলন ছিল?
#ডোমজাতির মধ্যে সাঙ্গা বা বিধবা বিবাহ প্রচলিত ছিল।
171)ধুনিরী কী?
#চর্যায় উল্লেখিত একটি পেশা
172)চর্যাপদ কী ধরনের সংগীত?
#ধর্মীয় সংগীত
173)মহীধর পা কয়টি পদ লিখেছেন?
#১টি
174)চর্যাপদে টীকাসহ মোট শব্দ সংখ্যা কত?
#1660
175)ভবনই গহন গম্ভীর বেগে বাহী.. পদকর্তা কে?
#চাটিল পা
176)হাঁউ নিরাসী খমন সাঈ.. পদকর্তা কে?
#কুক্করী পাদ
177)চর্যাপদে কোন পদকর্তার নাম পাওয়া গেলেও পদ পাওয়া যায় নি?
#লাড়ী ডোম্বীপাদের
178)কে কোথায় চর্যার ভাষাকে 'Alt Bengalisch' বলেছেন ?
#জেকবি সাহেব তাঁর 'Santakumar Caritam' গ্রন্থের ভূমিকায়।

  1. তথ্য সংগ্রহ :-
  2. বিশ্ব নাথ মাহাত 
  3. রাঁচি বিশ্ব বিদ্যালয়

Comments

  1. Kuhb upokrito holm sir.....eivabe jadi UGC net er jonno ro onnanno bisoyer upor questions-answer den... Specially upponas,kabbyo,probondho, alonkerbad khub upoker hoy sir....dhnnobad...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর

আরন্যক প্রশ্ন উত্তর :-