নরেন্দ্রনাথ মিত্রের গল্পের বাইরের দিক:-



নরেন্দ্রনাথ মিত্রের গল্পের বাইরের দিক:-
____________________________


১)রস গল্পের লেখক কে?
উত্তর :- নরেন্দ্রনাথ মিত্র
২)রস গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর :-চতুরঙ্গ পত্রিকায় ।
৩)রস গল্পটি কত সালে পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর :- ১৯৪৭ সাল

৪)পরে গল্পটি কোন গল্প সংকলনে স্থান পায়?
উত্তর :- চড়াই-উৎরাই গল্প সংকলনে

৫)রস গল্পটি প্রথম ইংরেজি অনুবাদ করেন কে?
উত্তর :- লীলা রায়
৬)রস গল্পটির পটভূমি কোন স্থান?
উত্তর :- পূর্ব বঙ্গের। লেখকের গ্রামের ।
৭)কার কার চরিত্রের সংযোজন বিয়োজন হয়েছে গল্পটিতে?
উত্তর :- রস গল্পে মোতালেফ -মাজু খাতুন- ফুলবানু তিনটি চরিত্রের সংযোজন -বিয়োজন  মধ্যে দিয়েই গল্পটি গড়ে উঠে।

৮)রস গল্পটি চলচ্চিত্রায়ন হয়ছে কত সালে?
উত্তর :- ১৯৭৩

৯) রস গল্পটি হিন্দি  চলচ্চিত্রায়নের  নাম কি?
উত্তর :- সওদাগর

১০)মোতালেফ চরিত্রে কে অভিনয় করেন?
উত্তর :- অমিতাভ বচ্চন ।

____________________________

১)চোর গল্পের লেখক নাম কি?
উত্তর :- নরেন্দ্রনাথ মিত্র

২)চোর গল্পটি কোন পত্রিকার প্রকাশিত হয়?
উত্তর :- বসুমতীপত্রিকায়

৩) চোর গল্পটি কত সালে পত্রিকার প্রকাশিত হয়?
উত্তর :- ১৯৪৪

৪) পরে গল্পটি কোন গল্প সংকলনে স্থান পায়?
উত্তর :- অসমতল গল্প সংকলনে স্থান পায় ।



তথ্য সংগ্রহ:-
বিশ্ব নাথ মাহাত
বাংলা নেট-সেট প্রস্তুতি গ্রুপ
(এডমিন )

Comments

Post a Comment

Popular posts from this blog

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর

আরন্যক প্রশ্ন উত্তর :-

চর্যা_পদ