"তত্ত্ববোধিনী পত্রিকা"



        "তত্ত্ববোধিনী পত্রিকা"
             মহর্ষি দেবেন্দ্রনাথ।


1)তত্ত্ববোধিনী পত্রিকা'র সম্পাদক নির্বাচনের জন্য পরীক্ষা কে নিয়েছিল?
উত্তর :- মহর্ষি দেবেন্দ্রনাথ।

2) তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম সম্পাদক কে ?
উত্তর :- অক্ষয়কুমার দত্ত।

3)' তত্ত্ববোধিনী সভা' প্রতিষ্ঠা কে করেন?
উত্তর :- মহর্ষি দেবেন্দ্রনাথ।

4)  তত্ত্ববোধিনী সভা' প্রতিষ্ঠা হয় কত খ্রিষ্টাব্দে?
উত্তর :- ১৮৩৯

5)কত  বছর পর 'তত্ত্ববোধিনী সভা'র মুখপত্র হিসাবে ‘তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রকাশিত হয়?
উত্তর :- চার বছর

6)কোন কোন  মূল আদর্শ তুলে ধরতেই পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত হয় ?
উত্তর :- হিন্দুধর্মের পৌত্তলিক প্রথা, অবতার তত্ত্ব ও ভাবাবেগকে নিন্দা করে ব্রাহ্মধর্মের মূল আদর্শ তুলে ধরতেই পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত হয়।

7) 'তত্ত্ববোধিনী পত্রিকা'র সদ্য ভারপ্রাপ্ত সম্পাদক অক্ষয়কুমার দত্তের প্রথমে পারিশ্রমিক ছিল কত টাকা?
উত্তর :- ৩৯ টাকা

8) সম্পাদক অক্ষয়কুমার দত্তের
 দক্ষ পরিচালনার জন্য তার বেতন কত বাড়িয়েছিল?
উত্তর :- তা বেড়ে ৪৫ টাকা এবং পরে হয় ৬০ টাকা।

9) ফুলস্কেপ কাগজের আকারে প্রকাশিত ‘তত্ত্ববোধিনী পত্রিকা’র পৃষ্ঠা সংখ্যা ছিল কত ?
উত্তর :- আট থেকে বারো।

10) তত্ত্ববোধিনী সভার সভ্যদের জন্য পত্রিকা মূল্য ছিল কত টাকা?
উত্তর :- বার্ষিক তিন টাকা।

11) বিদ্যাসাগর তাঁর "মহাভারতের উপক্রমণিকা" কোন পত্রিকার  প্রকাশিত?
উত্তর :- তত্ত্ববোধিনী পত্রিকাতে।

12) অক্ষয়কুমারের সম্পাদনাকালে তত্ত্ববোধিনী পত্রিকার গ্রাহক সংখ্যা হয়েছিল কত?
উত্তর :-  সাতশোর মত।

13) অক্ষয়কুমার দত্তের পর পত্রিকার সম্পাদনার ভার নেন কে কে ?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মত বিদ্বজনেরা। পরবর্তী কালে রবীন্দ্রনাথ ঠাকুরও ভার নেন।

14) তত্ত্ববোধিনী পত্রিকা কি ধরনের পত্রিকা?
উত্তর :-সাপ্তাহিক

15)তত্ত্ববোধিনী পত্রিকার সদরদপ্তর কোথায় ছিল?
উত্তর :- কলকাতা, বঙ্গ, ব্রিটিশ ভারত



অক্ষয়কুমার দত্তের পর পর্যায়ক্রমে
__________________________
#ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর (১৮৫৬);
 #নবীনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় (১৮৫৭); #সত্যেন্দ্রনাথ ঠাকুর (১৮৫৯-৬০);
 #তারকনাথ দত্ত (১৮৬১);
#আনন্দচন্দ্র বেদান্তবাগীশ ( ১৮৬২ );
 #প্রতাপ চন্দ্র মজুমদার (১৮৬৩);
#অযোধ্যানাথ পাকড়াশী (১৮৬৪-৬৬, ১৮৬৯,১৮৭২-৭৭ );
 #হেমচন্দ্র বিদ্যারত্ন (১৮৬৭-৬৮, ১৮৭৮-৮৩, ১৯০২);
#দ্বিজেন্দ্রনাথ ঠাকুর (১৮৭০,১৮৮৪-১৯০১,১৯০৬);
#অযোধ্যানাথ পাকড়াশী ও আনন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৮৭১) ;
 #দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও হেমচন্দ্র বিদ্যারত্ন (১৯০৩-০৫);
 #দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও চিন্তামনি চট্টোপাধ্যায় (১৯০৯-১০);
#রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১১-১৪);
#সত্যেন্দ্রনাথ ঠাকুর ও ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর (১৯১৫-২১);
#ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর (১৯২২-২৫ ,১৯৩১);
 #ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, বনোয়ারী লাল চৌধুরী ও ক্ষেমেন্দ্রনাথ ঠাকুর (১৯২৬-২৯);
#ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর ও বনোয়ারী লাল চৌধুরী (১৯৩০) সম্পাদনার কাজ করেছেন।

তথ্য সূত্র :- ইন্টারনেটের কয়েকটি পেজ

তথ্য সংগ্রহ :-
বিশ্ব নাথ মাহাত
বাংলা নেট-সেট প্রস্তুতি গ্রুপ
(এডমিন )

Comments

Popular posts from this blog

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর

আরন্যক প্রশ্ন উত্তর :-

চর্যা_পদ