প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পের বাইরের দিক :



প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বাইরের দিক :-
____________________________

প্রভাতকুমার . মুখোপ্যাধ্যায় "শ্রেষ্ঠ গল্প" র ভূমিকা র লেখক কে?
উত্তর :- জগদীশ ভট্টাচার্য

কুড়ানো মেয়ে' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর :-ভারতী পত্রিকায়

কুড়ানো মেয়ে  গল্পগ্রন্থের প্রকাশ কাল কত?
উত্তর :- ১৩০৬ আষাঢ় সংখ্যায় ।
প্রভাতকুমার মুখোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি
উত্তর :- কুড়ানো মেয়ে

কুড়ানো মেয়ে' কোন গল্পগ্রন্থের অন্তর্গত
উত্তর :-  প্রথমে পত্রিকাতে প্রকাশিত হয় ।পরে
নবকথা গল্প সংকলনে স্থান পায় ১৩০৬ কার্তিক সংখ্যায় ।

কুড়ানো মেয়ে ' গল্পে কার কোন নাটকের উল্লেখ রয়েছে ?
উত্তর :- দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো

____________________________


বিবাহের বিজ্ঞাপন কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর :- প্রবাসী

বিবাহের বিঞ্জাপন গল্পের প্রকাশ কাল কত?
উত্তর :- বৈশাখ ১৩১১

বিবাহের বিজ্ঞাপন কোন গল্পগ্রন্থের অন্তর্গত?
উত্তর :- দেশী ও বিলাতী

বিবাহের বিজ্ঞাপন গল্পে কোন মাসের কথা উল্লেখ আছে?
উত্তর :-বৈশাখ

' বিবাহের বিজ্ঞাপন ' গল্পে মোট কয়টি পরিচ্ছেদ আছে ?
উত্তর :- তিন

তথ্য সংগ্রহ :-
বিশ্ব নাথ মাহাত
বাংলা নেট-সেট প্রস্তুতি গ্রুপ
এডমিন  

Comments

Post a Comment

Popular posts from this blog

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর

আরন্যক প্রশ্ন উত্তর :-

চর্যা_পদ