নীলদর্পণ নাটক
♠নীলদর্পণ নাটক♠
বাংলার স্বাধীনতা সূয অস্তমিত হওয়ার শতবর্ষ পেরিয়ে গেছে।
সময়কাল ১৮৬০ ইং।
বের হয় 'নীল দর্পণ' নাটক।
প্রথমে নাম ছিল "নীল দর্পনং নাটকং'।
দীনবন্ধু মিত্রের পরিবর্তে ছদ্মনামে বেরিয়েছিল বইটি।
স্বাদেশিকতা, নীল বিদ্রোহ ও সমসাময়িক বাংলার সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে লেখা এ বইটি পরবর্তীতে ১৮৬১ ইং সনে "Nill Durpan,Or the indigo planting miror" নামে ইংরেজিতে অনূদিত হয়,প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লঙ। এবং লেখক By a native
নাটকের ভূমিকায় নাট্যকারের নাম
"কৎচিৎ পথিকস্য"
নাটকটি ১৮৭২ সালে ই ডিসেম্বর National theatre এ প্রথম অভিনিত হয় ।
♣জেনে রাখা ভালো,
*******************************
১। এটিই প্রথম বাংলা নাটক,যা ইংরেজীতে অনূদিত হয়।
২। কোন বিদেশী প্রকাশক দ্বারা প্রকাশিত কোন বাংলা বইয়ের নামও "নীল দর্পন"।
৩। বিদেশী পত্রিকায় প্রথম কোন বাংলা বইয়ের উপর সমালোচনামূলক প্রবন্ধ প্রকাশিত হওয়ার দাবিদারও এই বইটি।
এই বইটির ইংরেজি অনুবাদ ইংল্যান্ডে প্রকাশিত হওয়ার পর এবং দেশ বিদেশে নীলকরদের বিরুদ্ধে প্রবল আন্দোলন ও সমালোচনা শুরু হলে সরকার শেষ পর্যন্ত নীল কমিশন স্থাপন করতে বাধ্য হয়।যা নীলকরদের দৌরাত্ম্য থেকে দরিদ্র কৃষকদের বাচাতে সহায়ক হয়।
♣গ্রামের নাম স্বরপুর।
চরিত্রসমূহ:-
*******************************
✔গোলকচন্দ্র বসু, একজন সম্ভ্রান্ত লোক
✔নবীন মাধব, গোলক বসুর বড় ছেলে
✔বিন্দু মাধব, গোলক বসুর ছোট ছেলে
✔সাধু চরণ, গোলকের প্রতিবেশী রাইয়ত
✔রায় চরণ, সাধু চরণের ছোট ভাই
✔গোপীনাথ, নীলকরের দেওয়ান
✔তোরাপ, একজন প্রতিবাদী চরিত্র
✔আই আই উড, প্রধান নীলকর
✔পি পি রোগ, উডের ছেলে
✔জমির পরিমাপকারী
✔আমিন খালাসী, নীল সংগ্রাহক
✔সাবিত্রী, গোলক বসুর স্ত্রী
✔সৈরিন্দ্রী, নবীন মাধবের স্ত্রী
✔সরলতা, বিন্দু মাধবের স্ত্রী
✔রেবতী, সাধু চরণের স্ত্রী
✔ক্ষেত্রমনি, সাধুচরণ ও রেবতীর মেয়ে
✔আদুরি, গোলকের বাড়ির কাজের মেয়ে
✔পদী ময়রানী, বিনোদনকারিনী
✔রায় চরণ
নীলদর্পণ অঙ্ক সংখ্যা =৫
গর্ভাঙ্ক দৃশ্য (৪+৩+৪+৩+৪)=১৮
নীলদর্পণ নাটকের সমাপ্তি সূচক চরণটি
"সমাপ্তমিদং নীলদর্পণের নাম নাটকং "
তথ্য সংগ্রহ
বিশ্ব নাথ মাহাত
ডোরান্ডা কলেজ
রাঁচি বিশ্ব বিদ্যালয়
Great post and success for you..
ReplyDeleteKontraktor Pameran
Jasa Pembuatan Booth Pameran
Bidipta Sarkar
ReplyDelete