চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর
চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর ১)চণ্ডী মঙ্গলের কয়টি ভাগ?কিকি? উত্তর#দুইটি-আখেটিক খণ্ড।বনিক খণ্ড। ২)ভাড়ুদত্ত কে ছিলেন? উত্তর#চণ্ডীমঙ্গলের একজন খল চরিত্র। ৩)চণ্ডী মঙ্গলের আদি কবি কে?? উত্তর#মানিকদত্ত । ৪)কোন যুদ্ধে কালকেতু বন্দী হয়ে ছিলেন? উত্তর#কলিঙ্গরাজেরযুদ্ধে। ৫)ধনপতি কে ছিলেন? উত্তর#উজানীনগরের বিখ্যাত বনিক। ৬)চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ? উত্তর#মুকুন্দরামচক্রবর্তী । ৭)দুজন অষ্টাদশ শতাব্দীর চণ্ডীমঙ্গলকবির নাম কী? উত্তর#মুক্তারামসেন,ভবানীশঙ্কর দাস। ৮)ধনপতির দুই স্ত্রীর নাম কি কি? উত্তর#লহনাও খুল্লরা। ৯)কমলেকামিনী দৃশ্য কোন খণ্ডে আছে? উত্তর#বণিকখণ্ডে। ১০)কমলেকামিনী দৃশ্য কতবার আছে? উত্তর#তিনবার। ১১)খুল্লরার গর্ভ জাত সন্তানের নাম কি? উত্তর#শ্রীমন্ত। ১২)ইশা খাঁ কে ছিলেন ?উত্তর#প্রসিদ্ধআফগান ভুঁইয়া। ১৩)মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কী ? উত্তর#অভয়ামঙ্গল। ১৪)শ্রীমন্তের বিয়ে কার সাথে হয়েছিল? উত্তর#সুশীলা। ১৫)দ্বিজ মাধব কোন মঙ্গলকাব্য ধারার কবি ? উত্তর#চণ্ডীমঙ্গল। ১৬)ষোড়শ শতাব্দীর চণ্ডীমঙ্গল কবির নাম কী? উত্তর #মানিক দত্ত,দ্বিজমাধব,মুকুন্...