বিভূতিভূষণের উৎসর্গীকৃত গ্রন্থ ও সাল

♣বিভূতিভূষণের উৎসর্গীকৃত গ্রন্থ ও সাল:-
*******************************

1)পথের পাঁচালী -(1955)পিতৃদেব- কে ।

2)অপরাজিত -(1956) মাতৃদেবী-কে ।

3)আরণ্যক -( 1939) গৌরীদেবী-কে ।

4) চাঁদের পাহাড় -( 1937) খুকু - কে ।

5) আদর্শ হিন্দু হোটেল - ( 1940) নুটুবিহারী বন্দ্যোপাধ্যায় কে।

6)বিপিনের সংসার - ( 1941) চারুচন্দ্র মুখোপাধ্যায় - কে ।

7)দেবযান -( 1944) ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়-কে ।

8)কেদার রাজা -( 1945)
 নীরদরঞ্জন দাশগুপ্ত - কে ।

9) ইছামতী - ( 1950) রমা বন্দ্যোপাধ্যায় - কে ।

তথ্য সূত্র :-
1) বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত - অসিত বন্দ্যোপাধ্যায়।
2) বাংলা উপন্যাসের কালান্তর - সরোজ বন্দ্যোপাধ্যায় ।
3)বিভূতি প্রসঙ্গ - গৌতম মুখোপাধ্যায় 


তথ্য সংগ্রহ
বিশ্ব নাথ মাহাত
সাকসেস বাংলা

##বিভূতিভূষণের সৃষ্ট উল্লেখযোগ্য চরিত্র সমূহ *******************************

*অপু, দুর্গা, সর্বজয়া, হরিহর, ইন্দির ঠাকরুণ ="পথের পাঁচালী" ।

*জিতু, সীতা = "দৃষ্টিপ্রদীপ" ।

* সত্যচরণ, ভানুমতী, মঞ্চী, কুন্তা, রাজু পাঁড়ে, গনোরি তেওয়ারী,দোবরু পান্না ="আরণ্যক" ।

*হাজারি ঠাকুর, পদ্ম =" আদর্শ হিন্দু হোটেল "।

*নিধিরাম, মঞ্জরী, হৈম =  "দুই বাড়ি"।

* কেদার রাজা, শরৎ = "কেদার রাজা"।

* শশাঙ্ক =" অথৈ জল "।

*নীলু, বিলু, তিলু, ভবানী বাঁড়ুয্যে = "ইছামতী" ।

* গঙ্গাচরণ পন্ডিত, অনঙ্গ বউ, কাপালী-বউ = "অশনি সংকেত "।

*ক্ষেন্তী, সহায়হরি চাটুয্যে, অন্নপূর্ণা =" পুঁইমাচা" ।

* সুনন্দা, প্রদ্যুম্ন =" মেঘমল্লার" ।

* সুশীলা  ="মৌরীফুল "।

* বিভূতিভূষণের কাহিনির উপর নির্মিত চলচ্চিত্র এবং তার পরিচালক:-
********************************
* পথের পাঁচালী (1955)>> সত্যজিৎ রায়।

* অপরাজিত (1956)>>সত্যজিৎ রায়।

* অপুর সংসার (1959)>>সত্যজিৎ রায়।

* বাক্স বদল (1970)>> নিত্যানন্দ দত্ত ।

*নিশিপদ্ম (1970)-"হিংয়ের কচুরি" অবলম্বনে নির্মিত বাংলা ছবি >>অরবিন্দ মুখার্জি।

* অমর প্রেম (1972)-"হিংয়ের কচুরি "অবলম্বনে নির্মিত হিন্দি ছবি >>শক্তি সামন্ত।

*নিমন্ত্রণ (1971)>> তরুণ মজুমদার।

*অশনি সংকেত (1973)>> সত্যজিৎ রায়।

* ফুলেশ্বরী(1974)>>তরুণ মজুমদার।

* আলো (2003)-" কিন্নরদল" অবলম্বনে নির্মিত ছবি >>তরুণ মজুমদার।

*চাঁদের পাহাড় (2013)>> কমলেশ্বর মুখার্জি ।

তথ্য সংগ্রহ
বিশ্ব নাথ মাহাত
রাঁচি বিশ্ব বিদ্যালয়
ডোরান্ডা কলেজ

Comments

Popular posts from this blog

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর

আরন্যক প্রশ্ন উত্তর :-

চর্যা_পদ