বিভূতিভূষণের ছোটোগল্পে শিক্ষক চরিত্রের বৈচিত্র্য :-

বিভূতিভূষণের ছোটোগল্পে শিক্ষক চরিত্রের বৈচিত্র্য :-
****************************************************************************

♣'অনুসন্ধান '  গল্পটি এক আদর্শ কাহিনী ।এই গল্পের আদর্শ শিক্ষকটির নাম নারায়ণ বাবু ।বিভূতিভূষণ এই শিক্ষকটির মধ্যে এক সত্যসন্ধ পুরুষ ও জ্ঞানতপস্বী মানুষকে পরম শ্রদ্ধায় প্রত্যক্ষ করেছেন ।
নারায়ণ বাবু ছাত্রদের পড়াতে গিয়ে শিক্ষায় দৃষ্টি ও মনের প্রসারতাকে প্রধান ভূমিকা দেন 

"নারায়ণবাবু বলেন জানালাগুলো খুলে দাও ,দেখো তো কেমন সুন্দর ।মাঠ গাছপালা ভগবানের তৈরী সুন্দর পৃথিবীকে চোখ ভরে দেখতে শেখো।শুধু বইয়ের পড়া পড়লে মানুষ হবে ।চোখের দৃষ্টি ফুটুক "

শিক্ষার মনের উদারতা বৃহত্তর জীবনবোধ ও আনন্দলাভ নারায়ণ বাবুর আদর্শ স্বপ্ন ।তাই তিনি ছাত্রদের বলেন
"মনের জানালাও সব সময় ঐ রকম খুলে রাখতে হবে ।দ্যাখো তো কেমন নীল আকাশ? চোখকে তৈরী করো বাইরের সৌন্দর্য দেখতে ।জীবনে মস্ত আনন্দ পাবে"
মনের প্রসারেই যে শিক্ষার প্রকৃত বৈশিষ্ট্য, প্রানের বিকাশেই যে শিক্ষার মূলমন্ত্র নারায়ণ বাবু কথায় সেই সত্য উদগীত হয়ে উঠে।

শিক্ষক রূপে নারায়ণ বাবু যেমন উদারমনা, মানুষ হিসেবে ও তেমনি একজন মহৎ প্রান, সৎ ও নির্লোভ মানুষ ।নারায়ণ বাবু চুরি করা কাঁঠাল খেতে চাই নি ।পুত্রের চুরি করা কাঁঠালের প্রতি তাঁর তীব্র বিরাগ। স্ত্রী মনোরমাকে তিনি বলেন
 " দেখো ছেলে কে উপদেশ দিলে কাজ হবে না ।আপনি আচরিধর্ম  পরের শিখায় আমরা পিতা -মাতা এই আমাদের জীবনের মূলমন্ত্র হওয়া দরকার ।মুখে বলি ,অথচ চুরির এঁচড় রেঁধে খাই --এতে ছেলে পিলে ভালো উপদেশ কখনো নেবে না।আমি জানি তোমার মনে কষ্ট হয়েছে, কিন্তু আমি যে পিতা, তুমি যে মা --আমরা যে শিক্ষক।"

♣ "মেডেল" গল্পের শিক্ষক তার একঘেয়ে সাধারণ শিক্ষক জীবন অতিবাহনের কথা বলেছে "আমার স্কুলমাস্টারের জীবনে অত্যাশ্চয় অবিশ্বাস্য ধরনের কখনও কিছু
দেখেনি।অন্য পাঁচজন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যে মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বৎসর।"
♣"বিরাজা হোম ও তার বাধা"   গল্পে শিক্ষক চরিত্রটি উত্তর পুরুষে গল্পের বক্তার ভূমিকা দেখা দিয়েছেন ।এই গল্পের আরও অন্যান্য শিক্ষক চরিত্রের নাম উল্লেখ করেছেন লেখক ।

♣"বিধুমাস্টার" গল্পের শিক্ষক শ্রীবিধুভূষন চট্টোপাধ্যায় জ্ঞানী না হলেও মানবিকতায় উজ্জ্বল চরিত্র ।জ্ঞানের অভাব তার মধ্যে ধরা পড়ে বার বার ।শিক্ষা দেওয়ার কাজে ও তিনি অসফল ।ছাত্র ছাত্রী মহলে এই শিক্ষকটি ভালোবাসা আদায় করে নিতে সমর্থ।ছাত্র ছাত্রীদের খাওয়াতে  বিধুমাস্টার  ভালোবাসতেন "নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে বারো আনার কুল্ফী বরফ খাইয়ে ছিলেন ।সবাই তাই মাস্টারকে খুব ভালোবাসত।" 

♣"মরীচিকা "গল্পের নিভাবনীর শিক্ষকটিকে সুরেন শ্রদ্ধেয় দৃষ্টিতে দেখে না ।

♣"মাস্টার মশায় "  গল্পের শিক্ষকটির নাম প্রশান্ত কুমার মুখোপাধ্যায়।এই শিক্ষকটি বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
একদিকে তিনি শৃঙ্খলহীন বিপথ ছাত্রকে শাসন করেছেন অন্যদিকে তিনি ছাত্রদের মনে জ্ঞানের অনিবার্ণ দ্বীপ জ্বেলে দিতে চেয়েছেন ,তাদের মনে আত্মপ্রসারের পথটির সন্ধান দিতে চেয়েছেন।ছাত্রদের প্রতি তাঁর বক্তব্য, "এখন তোমরা শুধু পড়বে।পড়া মানে যে কেবল বইয়ের পড়া তা নয় ।পড়া মনে জিজ্ঞাসু চোখ মেলে পৃথিবীর চারিদিকে গভীরভাবে দেখা ।জ্ঞান, নিউটন কি করে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার আবিস্কার করেছিলেন, কি করে গ্যালভানি ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিলেন, স্নান করতে করতে আর্কিমেডিস হায়ড্রেসসট্যাটিকসের কোন সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন? আমাদের চারপাশে এমন অনেক জিনিস ঘটছে যা আমরা দেখছি শুধু সাদা চোখে, তার সেই পর্দা সরিয়ে রহস্য উদঘাটন করতে পারছি না।বড় হতে হলে চোখ চাই --সব জিনিস বোঝে দেখার চোখ ।"

♣"শাবল তলার মাঠ" গল্পের শিক্ষকটির নাম উমাচরন।লেখকের বর্ণনা প্রথমেই শিক্ষকটির পরিচয় পাওয়া যায়
"গ্রামের রায় জমিদারের ভাঙা কার্নিসে পায়বার বাসওলা বৈঠকখানার এক পাশে  সেকেলে তক্তপোশে ছিল বাসা।

♣"ভূত" গল্পের লেখক হীরালাল চক্রবর্তী ছাত্র মহলে এক অপ্রিয় শিক্ষক ।  এই শিক্ষকটি মধ্যে আদর্শ শিক্ষকের কোন গুনেই নেই, ছাত্রদে দৃষ্টিতে
"মাস্টার তো নয় ।সাক্ষাৎ যম।বেতের  বহর দেখলে পিলে চমকে যায় আমাদের "

♣রবীন্দ্রনাথের গল্প গুচ্ছের গিন্নী গল্পের শিক্ষকটির কথা এ প্রসঙ্গে মনে পড়ে । পার্থক্য শুধু এখানে যে রবীন্দ্রনাথের শিক্ষক ছাত্রকে শাস্তি দেন ব্যঙ্গ বিদ্রুপ, আর বিভূতিভূষণের শিক্ষকটি শাস্তি দেন বেত্রাঘাতে।
♣"উপেক্ষিতা" গল্পের নায়কটি প্রথম জীবনে স্কুল শিক্ষকের ভূমিকায় দেখা যায় ।
♣"বাইশ "বছর গল্পে ফনি মাস্টারের কাছে বয়স্ক ছাত্রটি মার খেয়েছে।

তথ্য সূত্র :-
বিভূতি প্রসঙ্গ (গৌতম মুখোপাধ্যায়)

তথ্য সংগ্রহ :-
বিশ্ব নাথ মাহাত
সাকসেস বাংলা   

Comments

Popular posts from this blog

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর

আরন্যক প্রশ্ন উত্তর :-

চর্যা_পদ