মনসা মঙ্গল বিজয় গুপ্ত

🆔মনসামঙ্গল  (নরখন্ড ১৪৮৪-৮৫)
_____________________________
মনসামঙ্গল বা পদ্মাপু্রাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যেরমঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অপর দুই প্রধান কাব্য চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের তুলনায় মনসামঙ্গল প্রাচীনতর।এই কাব্যের আদি কবি কানাহরি দত্ত সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর শেষ বা চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে বর্তমান ছিলেন। অনুমিত হয়, মনসামঙ্গল কাব্যের উৎপত্তি পশ্চিমবঙ্গের রাঢ় অথবা বিহার অঞ্চলে। পরে পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গেও এই কাব্যের জনপ্রিয়তা বৃদ্ধি পায়।

অসিতকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "বাংলা দেশের নানা অঞ্চলে বহু মনসামঙ্গল কাব্য পাওয়া গিয়েছে, তন্মধ্যে পশ্চিমবঙ্গের কাব্যগুলি ‘মনসামঙ্গল’ ও পূর্ববঙ্গে প্রায়শই ‘পদ্মাপুরাণ’ নামে পরিচিত।"

🆔বিজয় গুপ্ত :-
____________

"রাজার পালনে প্রজা সুখে ভুঞ্জে নিত।
মুল্লুক ফতেয়াবাদ বাঙ্গরোড়া-তক্সিম।।
পশ্চিমে ঘাঘর নদী পূর্বে ঘণ্ডেশ্বর।
মধ্যে ফুল্লশ্রী গ্রাম পণ্ডিত নগর।।"

--- কাব্যের সূচনায় কবিকৃত এই আত্মকাহিনী থেকে জানা যায়, কবির নিবাস ছিল ফুল্লশ্রী গ্রামে (বর্তমান বাংলাদেশের বাখরগঞ্জ জেলায়)। পিতা সনাতন ও মাতা রুক্মিণী ("সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত")। এছাড়া তিনি ছিলেন সংস্কৃতজ্ঞ ও বৈষ্ণবভক্ত।



🔠কাব্যের সমালোচনা করেছেন :-
_______________________
বিজয় গুপ্তের কাব্যে চরিত্র-চিত্রণের দিক দিয়েও তার কৃতিত্ব যথেষ্ট । শিব, চণ্ডী, মনসা সাধারণ মানব-মানবীর মতো।কিন্তু চাঁদ চরিত্রের পরিকল্পনায় তার ত্রুটি থেকে গেছে।
তাই
সমালোচক
✔অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, "দেবীর মহিমা প্রচারের জন্য বিজয়গুপ্ত চাঁদের চরিত্রটির পরিণতি নষ্ট করিয়া কাব্যের ভরাডুবি করিয়াছেন।" তবে এ ত্রুটি সামান্যই ।

 ✔আশুতোষ ভট্টাচার্য বিজয়গুপ্তের যথার্থ মূল্যায়ণ করেছেন এই বলে, " বিজয়গুপ্ত দেবতার মাহাত্ম্য রচনা করেন নাই, মানবেরই মঙ্গলগান গাহিয়াছেন ।"

                 🆔নরখন্ড :-
___________________________


মনসামঙ্গল কাব্যটি ১৪৮৪-৮৫ খ্রিস্টাব্দের মধ্যে রচিত ।(সুখময় মুখোপাধ্যায়ের মতে)

বিজয় গুপ্তের পদ্মাপুরাণ প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়  প্যারীমোহন দাশগুপ্তের সম্পাদনায়।

🔠বন্দনা অংশে দেবতার তালিকা :-
____________________________
1)ইন্দ্র
2)বারাহী
3)চামুণ্ডা
4)দেবী মহামায়া
5)ব্রহ্মা
6)বিষ্ণু
7)গঙ্গা
8)দেবী ভগবতী
9)গণপতি
10)পদ্মাবতী
11)দিবাকর
12)ধনের ঈশ্বর  (কুবের )
13)লক্ষ্মী
14)সরস্বতী

🔠বেহুলা লখিন্দরের বিবাহে উপস্থিত দেবতার তালিকার :-
_____________________________
1)প্রজাপতি ব্রহ্মা
2)গোবিন্দ
3)শঙ্কর
4)কার্তিক
5)যম/শমন
6)কুবের
7)পবন
8)অগ্নি
9)দিবাকর
10)গনেশ
11)বরুণ
12)মহামায়া
13)ভাগীরথী
14)ইন্দ্র


তথ্য সূত্র :- 1)বাংলা সাহিত্যের ইতিবৃত্ত :- অসিতকুমার বন্দোপাধ্যায়।
2)বাংলা সাহিত্যের ইতিহাস (১ম):- আচার্য, ড. দেবেশ কুমার
3)মধ্যযুগের বাংলা সাহিত্যের তথ্য ও কালক্রম:-  সুখময় মুখোপাধ্যায়।
4)পদ্মাপুরাণ :- বিজয় গুপ্ত
5) বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস, আশুতোষ ভট্টাচার্য
6)ইন্টারনেট কয়েকটি পেজ

বি:দ্র:- এখানে এতটাই ।পরবর্তী অংশ আজকের গ্রুপ আলোচনায় ।
সময় :- রাত্রি :- ৯টা থেকে ১০:৩০মিনিট।
তারিখ :- ২০|০২|২০২০

তথ্য সংগ্রহ :- বিশ্বনাথ মাহাত।
Target নেট সেট বাংলা ।(এডমিন )

Comments

Popular posts from this blog

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর

আরন্যক প্রশ্ন উত্তর :-

চর্যা_পদ