বিদ্যাপতি মৈথিল কোকিল

 বিদ্যাপতি  মৈথিল কোকিল'


🆔 নাম : বিদ্যাপতি

  🏠পিতা : গণপতি ঠাকুর

 🏠পিতামহ : জয় দত্ত

🎓কৌলিক উপাধি : ঠক্কর বা ঠাকুর

🏡জন্ম : বিহারের দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিসফী গ্রামে।

🏪  নিবাস : মিথিলা

 ✏আবির্ভাব :  চতুর্দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। ( ১৩৫৮/ ১৩৪৭/ ১৩৮০/ ১৩৯০ -  নানা মতান্তর রয়েছে)

👫  বিবাহ : দুটি, পত্নীদের নাম জানা যায় না।

  👩কন্যা : দুলহা

 👨 পুত্র : হরপতি,  নরপতি ও বাচ্যপতি

 👱 পুত্রবধূ : চন্দ্রকলা

  👳উপাসক : বিদ্যাপতি শৈব ছিলেন,কারো কারো মতে তিনি পঞ্চোপাসক (শৈব, গাণপত্য, বৈষ্ণব, শাক্ত, সৌর) ছিলেন।

 🎓 উপাধি : মৈথিল কোকিল, কবি সার্বভৌম,  অভিনব জয়দেব।

  ♣তিরোধান : গঙ্গাতটে । (১৪৪৮/ ১৪৫৬/ ১৪৬০ - মতান্তর রয়েছে)। মোটামুটি পঞ্চদশ শতকের প্রথমার্ধের কিছু পর পর্যন্ত জীবিত ছিলেন।

  ✏পৃষ্ঠপোষক রাজা ও তাঁদের রাজত্বকালে লিখিত রচনা :

✍️  কীর্তিসিংহ- 'কীর্তিলতা'
✍️  দেবসিংহ- 'ভূ-পরিক্রমা'
✍️  শিবসিংহ -' কীর্তিপতাকা'
✍️  পুরাদিত্য -' লিখনাবলী'
✍️  ভৈরবসিংহ -' দুর্গাভক্তি তরঙ্গীনি '
✍️  নরসিংহ  ও ধীরমতি দেবী -'দানবাক্যাবলী
✍️  পদ্মিনী ও বিশ্বাসদেবী - 'শৈবসর্বস্বহার', 'গঙ্গাবাক্যাবলী'





বাংলা আলোচক :-
বিশ্ব নাথ মাহাত
রাঁচি বিশ্ব বিদ্যালয়
ডোরান্ডা কলেজ



Comments

Popular posts from this blog

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর

আরন্যক প্রশ্ন উত্তর :-

চর্যা_পদ