রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:-

রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:-
____________________________
“গোরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল।
দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে
নৌকাডুবি হল।”

টেকনিক ব্যাখ্যা: -
১.গোরা  (১৯১০)
২.শেষের কবিতা (১৯২৯)
৩.চার অধ্যায়(১৯৩৪)
 ৪.চতুরঙ্গ (১৯১৫)
৫.চোখের বালি (১৯০৩)
৬.দুই বোন (১৯৩৩)
৭.মালঞ্চ (১৯৩৪)
৮.রার্জষি (১৮৮৭)
৯.ঘরের বাইরে (১৯১৫)
১০.যোগাযোগ (১৯২৯)
১১.বৌঠাকুররানীর হাট (১৮৮৩)
১২.নৌকাডুবি (১৯০৬)



বিকল্প টেকনিক________

"বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে
যোগাযোগ করল।"

টেকনিক ব্যাখ্যা: ______
১. বৌয়ের— বৌঠাকুরানীর হাট
২. চোখের— চোখের বালি
৩. চার— চার অধ্যায়
৪. নৌকাডুবি— নৌকাডুবি
৫. দুই বোন— দুই বোন
৬. করুনা— করুনা
৭. শেষে— শেষের কবিতা
৮. চতুর— চতুরঙ্গ
৯. রাজর্ষি— রাজর্ষি
১০. গোরা— গোরা
১১. ঘরেবাইরে— ঘরেবাইরে
১২. যোগাযোগ-যোগাযোগ

তথ্য সূত্র :- @বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত
অসিতকুমার বন্দোপাধ্যায়ের
@ইন্টারনেট

তথ্য সংগ্রহ :- বিশ্ব নাথ মাহাত
রাঁচি বিশ্ব বিদ্যালয়
ডোরান্ডা কলেজ 

Comments

Popular posts from this blog

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর

আরন্যক প্রশ্ন উত্তর :-

চর্যা_পদ