প্রমথ চৌধুরী বিষয়ে যে প্রশ্ন গুলো সব চেয়ে বেশি আসেঃ-

প্রমথ চৌধুরী বিষয়ে যে প্রশ্ন গুলো সব চেয়ে বেশি আসেঃ- ******************************* ♣প্রমথ চৌধুরী♣ জন্ম : ১৮৬৯ খ্রি. মৃত্যু : ১৯৪৬ খ্রি. প্রশ্ন : প্রমথ চৌধুরী কবে, কোথায় জন্ম গ্রহণ করন? উত্তর : যশোরে (১৮৬৯-১৯৪৬)। প্রশ্ন : বীরবল কোন লেখকের ছদ্মনাম? উত্তর : প্রমথ চৌধুরীর। প্রশ্ন : বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে? উত্তর : প্রমথ চৌধরী। প্রশ্ন : চলিত রীতিতে রচিত তাঁর গদ্য রচনা কোনটি? উত্তর : বীরবলের হালখাতা (১৯০২)। প্রশ্ন : তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর : সবুজপত্র (১৯১৪)। প্রশ্ন :তিনি প্রাচ্য সাহিত্যে খ্যাত কেন? উত্তর : ইটালীয় সনেটের বিশেষ প্রয়োগের কারণে। প্রশ্ন : তাঁর রচিত গল্প গ্রন্থগুলোর নাম কী? উত্তর : চার ইয়ারী কথা (১৯১৬); আহুতি; নীললোহিত ও গল্প সংগ্রহ। প্রশ্ন : তিনি আর কোন পত্রিকায় সম্পাদনা করেন? উত্তর : বিশ্ব ভারতী। প্রশ্ন : রবীন্দ্রনাথের সাথে তাঁর সর্ম্পক কী? উত্তর : রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথের কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেন প্রমথ চৌধরী। প্রশ্ন : ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর : সবুজপত্...