বিভূতিভূষণের ছোটোগল্পে শিক্ষক চরিত্রের বৈচিত্র্য :-
বিভূতিভূষণের ছোটোগল্পে শিক্ষক চরিত্রের বৈচিত্র্য :- **************************************************************************** ♣'অনুসন্ধান ' গল্পটি এক আদর্শ কাহিনী ।এই গল্পের আদর্শ শিক্ষকটির নাম নারায়ণ বাবু ।বিভূতিভূষণ এই শিক্ষকটির মধ্যে এক সত্যসন্ধ পুরুষ ও জ্ঞানতপস্বী মানুষকে পরম শ্রদ্ধায় প্রত্যক্ষ করেছেন । নারায়ণ বাবু ছাত্রদের পড়াতে গিয়ে শিক্ষায় দৃষ্টি ও মনের প্রসারতাকে প্রধান ভূমিকা দেন "নারায়ণবাবু বলেন জানালাগুলো খুলে দাও ,দেখো তো কেমন সুন্দর ।মাঠ গাছপালা ভগবানের তৈরী সুন্দর পৃথিবীকে চোখ ভরে দেখতে শেখো।শুধু বইয়ের পড়া পড়লে মানুষ হবে ।চোখের দৃষ্টি ফুটুক " শিক্ষার মনের উদারতা বৃহত্তর জীবনবোধ ও আনন্দলাভ নারায়ণ বাবুর আদর্শ স্বপ্ন ।তাই তিনি ছাত্রদের বলেন "মনের জানালাও সব সময় ঐ রকম খুলে রাখতে হবে ।দ্যাখো তো কেমন নীল আকাশ? চোখকে তৈরী করো বাইরের সৌন্দর্য দেখতে ।জীবনে মস্ত আনন্দ পাবে" মনের প্রসারেই যে শিক্ষার প্রকৃত বৈশিষ্ট্য, প্রানের বিকাশেই যে শিক্ষার মূলমন্ত্র নারায়ণ বাবু কথায় সেই সত্য উদগীত হয়ে উঠে। শিক্ষক রূপে নারায়ণ বাবু যেমন উদারমনা, মা...