ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
🅱🅱🅱🅱🅱 বাংলা সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান:- 🅱🅱🅱🅱🅱 ♣জন্ম :-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর (বাংলা ১২২৭ বঙ্গাব্দের ১২ আশ্বিন, মঙ্গলবার) বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ♨ডাক নাম:-বিদ্যাসাগর, দয়ারসাগর, স্বাক্ষর করতেন 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে। 👪 পিতামাতা:-ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী ♠ প্রধান স্মৃতিস্তম্ভ:-বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর সেতু। ♥ দাম্পত্য সঙ্গী:-দীনময়ী দেবী। ♥সন্তান:-নারায়ণচন্দ্র বিদ্যারত্ন। 📓অনুবাদ মূলক রচনা :- ******************************* (১) বেতাল পঞ্চবিংশতি(১৮৪৭)/ হিন্দি বেতাল পচ্চীসীর অনুবাদ । (২) বাঙ্গালার ইতিহাস (১৮৪৮)/ মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল (৩) জীবনচরিত(১৮৪৯)/ উইলিয়াম ও রবার্ট চেম্বার্স রচিত খ্যাতিমান ইংরেজ মনীষীদের জীবনী অবলম্বনে (৪) বোধোদয়(১৮৫১)/ রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে (৫) শকুন্তলা(১৮৫৪)/ কালিদাসের অভিজ্ঞানশকুন্তলম্ অবলম্বনে (৬) কথামালা (১৮৫৬) / ঈশপেরকা...